Published : 06 May 2025, 03:26 PM
জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিদরিশ মেয়াৎস পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন আদায় করতে না পারায় দেশটির চ্যান্সেলর নির্বাচিত হতে পারেননি।
মঙ্গলবার পার্লামেন্টে প্রথম পর্বের ভোটে অপ্রত্যাশিতভাবে ব্যর্থ হন তিনি। এতে তার রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউয়ের সঙ্গে মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) নয়া জোট বিপর্যয়ের মুখে পড়ল।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জার্মানির ফেডারেল নির্বাচনে মেয়াৎসের (৬৯) নেতৃত্বাধীন সিডিইউ/সিএসইউ জয় পায়। তারপর থেকে ধারণা করা হচ্ছিল ওই সময়ের বিরোধীদলীয় নেতা মেয়াৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন।
পার্লামেন্টে সিডিইউ/সিএসইউয়ের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা এসপিডির সঙ্গে জোট গঠন করেছিল। কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষে চ্যান্সেলর পদের ভোটাভুটিতে মেয়াৎস নিজের পক্ষে ৩১০ ভোট টানতে পারেন, কিন্তু নির্বাচিত হওয়ার জন্য দরকার ছিল ৩১৬ ভোট।
জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেস্তাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লোকনার জানিয়েছেন, এরপর তারা কীভাবে এগোবে তা নিয়ে পার্লামেন্টের দলগুলো যেন শলাপরামর্শ করতে পারে তার জন্য তিনি অধিবেশন মুলতবী রাখছেন।
রয়টার্স জানিয়েছে, বুন্ডেস্তাগ মঙ্গলবার ফের আরেকটি ভোটের উদ্যোগ নিতে পারে অথবা মেয়াৎস বা অন্য কোনো চ্যান্সেলর প্রার্থীকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জেতাতে আরও ১৪ দিন সময় নিতে পারে।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মেয়াৎসের রক্ষণশীল দল ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে তাদের অন্তত একটি অংশীদার দরকার ছিল।
সোমবার তারা মধ্য-বামপন্থি এসপিডির সঙ্গে জোট গড়ার চুক্তি করে। নির্বাচনে তৃতীয় স্থানে থাকা এসপিডি পেয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ ভোট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দলটির সবচেয়ে খারাপ ফলাফল।