Published : 06 May 2025, 12:55 AM
বান্দরবানের থানচিতে জঙ্গল থেকে এক খেয়াং নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
তাদের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ বছর বয়সী ওই নারীকে। তবে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
সোমবার বিকেলে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়ি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারী কাছাকাছি একটি পাড়ায় থাকতেন। তিন সন্তানের জননী তিনি।
স্থানীয়রা জানান, সকালে জুম চাষের জন্য পাশের পাহাড়ে জুমে গিয়েছিলেন ওই নারী। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পাড়ার লোকজন তাকে খুঁজতে বের হয়। তারাই জঙ্গলে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান।
সেই চিহ্ন অনুসরণ করে জঙ্গলের গভীরে গিয়ে ওই নারীর রক্তাক্ত মরদেহ পাওয়ার পর তারা পুলিশে খবর দেন।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, “ঘটনাস্থল খুবই দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকা। খবর পেয়ে আমি পুলিশকে জানাই।”
স্থানীয়রা বলছেন, মরদেহে তারা আঘাতের চিহ্ন দেখেছেন। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। সবকিছু দেখে তাদের মনে হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা বলেন, থানচি উপজেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ওই নারীর মরদেহ পাওয়া গেছে।
“খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যাচ্ছে। তারা ফিরে এলে তখন আমরা বিস্তারিত জানাতে পারব।”