এসব গ্রহ দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই।
Published : 28 Feb 2025, 02:16 PM
পৃথিবীর আকাশে একসঙ্গে সাতটি গ্রহ দেখার ঘটনা ঘটেছে এ বছর। এ সপ্তাহে রাতের আকাশে অল্প সময়ের জন্য এক সারিতে দেখা যাবে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি এই সাতটি গ্রহকে।
এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন পর্যবেক্ষকরা। গ্রহগুলোর এমন আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘প্ল্যানেট প্যারেড’।
২০৪০ সালের আগ পর্যন্ত এমন দৃশ্য এটিই শেষবার, যেখানে সাতটি গ্রহকে একসঙ্গে এত ভালভাবে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এসব গ্রহ দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই। এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল এ চারটি গ্রহকে খালি চোখেই দেখা যাবে। তবে শনি গ্রহটি দিগন্তের নীচে থাকায় খালি চোখে এ গ্রহটি দেখা কঠিন হবে। অন্য দুটি গ্রহ ইউরেনাস ও নেপচুন দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন হবে।
বিবিসি লিখেছে, দিগন্তের ভালো দৃশ্য ও আকাশ পরিষ্কার থাকার জন্য সবাই এসব গ্রহকে দেখতে পাবেন। তবে খুব কম সময়ের জন্যই সাতটি গ্রহ একসঙ্গে দেখার সুযোগ থাকবে।
‘রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ’-এর জ্যোতির্বিজ্ঞানী ড. এডওয়ার্ড ব্লুমার বলেছেন, “সাতটি গ্রহ দেখার জন্য এগুলো সুবিধাজনক স্থানে থাকার বিরল সুযোগ রয়েছে।”
সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে, যার ফলে এদের দেখার বিষয়টি কঠিন হয়ে পড়বে।
“সূর্যাস্তের পর দিগন্তের নিচে নামার আগে এদেরকে দেখার জন্য আপনার হাতে কেবল কয়েক মিনিট সময় আছে। এরপরও আপনি শুক্র, বৃহস্পতি ও মঙ্গলকে অনেক সময় নিয়ে স্পষ্টভাবে দেখতে পারবেন,” বলেছেন ড. ব্লুমার।
পৃথিবীর মতো প্রায় একই রকমভাবে সৌরজগতের অন্যান্য গ্রহও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। সূর্য থেকে বিভিন্ন গতি ও দূরত্বে ঘুরতে ঘুরতে একসময় গ্রহগুলো এমন কক্ষপথে চলে আসে যে সময় পৃথিবীর দৃষ্টিকোণ থেকে এগুলোকে এক সারিতে দেখার সুযোগ মেলে, যা অপূর্ব এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
এসব গ্রহ একে অপরের থেকে অনেক দূরে থাকলে পৃথিবী থেকে অল্প সময়ের জন্য এদের এক সারিতে দেখা যাবে।
শুক্র ও বৃহস্পতি গ্রহকে এদের উজ্জ্বলতার কারণে সবচেয়ে সহজে দেখা যাবে। অন্যদিকে মঙ্গল গ্রহের রং হবে খানিকটা লালচে।
“ইউরেনাসকে খালি চোখে দেখা গেলেও গ্রহটিকে নিখুঁতভাবে দেখার জন্য আদর্শ স্থানের প্রয়োজন হবে,” বলেছেন ড ব্লুমার।
“ঘর থেকে বেরিয়ে আপনি যদি পেছনের বাগানে যান তাহলে আলোর মাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে আপনার সময় লাগবে। একটু সময় দিন, আপনার চোখ পুরোপুরি খাপ খাইয়ে নিতে প্রায় আধা ঘণ্টা মতো সময় নেবে।
“ফোনের দিকে না তাকিয়ে আরাম করুন ও খোলা আকাশের দিগন্তের দিকে তাকিয়ে থাকুন।”
এর মাধ্যমে মানুষের রাতের আকাশের দিকে তাকিয়ে থাকার অভ্যাস তৈরি হতে পারে বলেও উল্লেখ করেছেন ব্লুমার।
“দেখুন, কীভাবে পরিস্থিতি বদলে যায়। আকাশ দেখার মাধ্যমে সৌরজগতের চলমান যান্ত্রিকতা প্রত্যক্ষ করার এই তো সুযোগ,” বলেন ব্লুমার।