বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের পণ্য ও পরিষেবার বিজ্ঞাপনের জন্য গুগল বিজ্ঞাপন ব্যবহার করা ছাড়া প্রায় কোন বিকল্প নেই।
Published : 17 Apr 2025, 02:52 PM
অনলাইন সার্চে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে গুগলের বিরুদ্ধে ছয়শ ৬০ কোটি ডলারের মামলা হয়েছে যুক্তরাজ্যে।
অনলাইন সার্চ বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে অ্যালফাবেটের গুগলের বিরুদ্ধে ব্রিটেনে ছয়শ ৬০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মঙ্গলবার দেশটির ‘কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল’-এ দায়ের করা ক্লাস অ্যাকশন মামলার দাবি, গুগলের নানা পদক্ষেপের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপনের যে দাম কোম্পানিটি ধার্য করতে পারত, তার চেয়ে বেশি দাম নিচ্ছে তারা।
মামলায় আরও উঠে এসেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ আর ক্রোম ব্রাউজার আগে থেকে ইনস্টল করার জন্য ফোন নির্মাতাদের সঙ্গে চুক্তি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। পাশাপাশি প্রতিযোগিতা বন্ধ করার লক্ষ্যে নিজেদের সার্চ ইঞ্জিনকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন বানাতেও অ্যাপলকে অর্থ দিয়েছে তারা।
গুগলের হাজার হাজার প্রতিদ্বন্দ্বীর পক্ষে মামলাটি করেছেন প্রতিযোগিতা আইন বিশেষজ্ঞ অর ব্রুক। মামলায় অভিযোগ, গুগল নিশ্চিত করেছে, তাদের সার্চ ইঞ্জিনটিতে প্রতিযোগীদের তুলনায় তাদের নিজস্ব বিজ্ঞাপনের জন্য ভাল কার্যকর ফিচার রয়েছে।
গুগল বলেছে, এটি যুক্তরাজ্যের “আরেকটি অনুমানমূলক ও সুযোগসন্ধানী ঘটনা”।
গুগলের একজন মুখপাত্র বলেছেন, “এর বিরুদ্ধে জোরালোভাবে যুক্তি তুলে ধরব আমরা। ভোক্তা ও বিজ্ঞাপনদাতারা গুগল ব্যবহার করে কারণ, এটি সহায়ক, এর কোন বিকল্প নেই বলে নয়।”
এদিকে, ব্রুক বলেছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের পণ্য ও পরিষেবার বিজ্ঞাপনের জন্য গুগল বিজ্ঞাপন ব্যবহার করা ছাড়া প্রায় কোন বিকল্প নেই।
“গোটা বিশ্বের নিয়ন্ত্রকরা গুগলকে একচেটিয়া কোম্পানি হিসেবে বর্ণনা করেছেন। গুগল সাধারণ সার্চ ও সার্চ বিজ্ঞাপন বাজারে নিজেদের আধিপত্যকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে।”
জানুয়ারিতে গুগলের বিভিন্ন সার্চ পরিষেবা নিয়ে তদন্ত শুরু করে ব্রিটেনের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপনী বাজারে কোম্পানিটির প্রভাবও।
যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ সেই সময়ে বলেছিল, গুগলের এসব পরিষেবার ওপর নির্ভর করে লাখ লাখ মানুষ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যা ৯০ শতাংশ সার্চের জন্য দায়ী এবং যুক্তরাজ্যের দুই লাখেরও বেশি কোম্পানি বিজ্ঞাপনের জন্য এর সেবা ব্যবহার করে।