সুন্দরবনে পৃথক দুটি আগুনের ঘটনা তদন্ত করতে দুটি কমিটি আগুনের সূত্রপাত ও বনভূমির ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ শুরু করেছে।
Published : 25 Mar 2025, 11:42 AM
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। মঙ্গলবার সকাল থেকে কোথাও নতুন করে কোনো আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখবে বনবিভাগ।
মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, “বনের আগুন যেহেতু মাটির নিচ থেকে ছড়ায় সে কারণে আমরা এখনই পানি ছিটানোর কাজ বন্ধ করছি না। ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছি। দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে রাখব।
“নতুন আগুন না থাকলে দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করতে পারব।”
এর আগে শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগলে তা নেভানো হয়। এর মধ্যেই রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে। সেদিন রাত থেকেই ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ শুরু করে। পাশাপাশি আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন (আগুন লাগা এলাকার চারপাশে গর্ত করা) কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী।
পানি সংকটের কারণে বনের গহীনে লাগা এ আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। পরে মরা ভোলা নদীতে জোয়ারের পানি আসার পর তা তুলে সোমবার রাতভর ছিটানো হয়। এ কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বনবিভাগ।
মঙ্গলবার সকাল থেকেই বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পুরো এলাকা ঘুরে ঘুরে দেখছেন। এসব এলাকার লতাপাতার নিচেই কোথাও চাপা আগুন রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রেখেছে বনবিভাগ।
ডিএফও কাজী মুহাম্মদ নূরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার আসলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বনের আগুনে পানি ছিটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি ছিটানো হয়।
“পর্যাপ্ত পানি পাওয়ায় আগুনের পুরো এলাকা ভেজানো গেছে। যার কারণে আজ (মঙ্গলবার) সকালে নতুন কোথাও আগুনের চিহ্ন দেখা যায়নি। বলা যায় আগুন নিভে গেছে।
তিনি আরও বলেন, “তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুনে লতাগুল্ম জাতীয় বলা গাছ পুড়ে গেছে। এখানকার আগুনের বিস্তৃতি চার একরের মতো হবে।”
এছাড়া বনের পৃথক দুটি আগুনের ঘটনা তদন্ত করতে দুটি কমিটি আগুনের সূত্রপাত ও বনভূমির ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর তা জানানো হবে বলে জানান এই বন কর্মকর্তা।
পুরোনো খবর
সুন্দরবনে শাপলারবিলের আগুন নিভুনিভু, ছড়িয়েছে ৪ একর
সুন্দরবনে আগুন নেভাতে জোয়ারের পানির অপেক্ষা
সুন্দরবন: কলমতেজির আগুন নিয়ন্ত্রণে, জ্বলছে শাপলার বিল, পানির সংকট
সুন্দরবনের গহীনে আগুন, পানির উৎস '৩ কিলোমিটার দূরে'
সুন্দরবনে আগুন: সেচপাম্প দিয়ে পানি ছিটাচ্ছে বনবিভাগ, তদন্তে কমিটি