২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
আগের দিন দুপুরে লাগা এ আগুনে লতাগুল্ম জাতীয় গাছপালা পুড়েছে।
পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস।
“আগুন যাতে বাড়তে না পারে সেজন্য প্রাণপণ চেষ্টা চলছে।”
কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে; কিন্তু নতুন করে জ্বলছে দুই কিলোমিটার দূরের তেইশের ছিলার শাপলার বিল।
ড্রোন উড়িয়ে নতুন এলাকার আগুন দেখা গেছে, বলছে বনবিভাগ।
“এখন আগুনের যে ধরন দেখছি তাতে ভয়ের কিছু নেই। আগুন অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।”
আগুন ছড়িয়ে পড়া রোধে চার পাশে তৈরি করা হয় ফায়ার লাইন।
“আগুন লাগার স্থানটি সুন্দরবনের বেশ গহীনে। লতাগুল্ম জাতীয় গাছপালা রয়েছে সেখানে,” বলেন বন কর্মকর্তা নূরুল করিম।