“আগুন লাগার স্থানটি সুন্দরবনের বেশ গহীনে। লতাগুল্ম জাতীয় গাছপালা রয়েছে সেখানে,” বলেন বন কর্মকর্তা নূরুল করিম।
Published : 22 Mar 2025, 08:00 PM
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লেগেছে। বনের গহীনে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুর ১টার দিকে বনকর্মীদের কাছ থেকে আগুন লাগার খবর পাওয়ার কথা বলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম।
তিনি বলেন, “আগুন লাগার স্থানটি সুন্দরবনের বেশ গহীনে। লতাগুল্ম জাতীয় গাছপালা রয়েছে সেখানে। আগুনের বড় শিখা নেই, আছে শুধু ধোঁয়া। ঘটনাস্থল থেকে পানির উৎস মরা ভোলা নদী তিন কিলোমিটার দূরে। সেখান থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে হবে।”
আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য স্থানীয় গ্রামবাসী নিয়ে ফায়ার লাইন (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার সন্ধ্যা ৬টার দিকে বলেন, আগুনের খবর পাওয়ার পর তিনি একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন। পানির উৎস দূরে। সেখানে না পৌঁছে বিস্তারিত বলতে পারছেন না।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অসাবধনতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন বন কর্মকর্তা নূরুল করিম।
এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। তাতে ক্ষতিগ্রস্ত হয় বনের পাঁচ একর এলাকা।