পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস।
Published : 24 Mar 2025, 04:16 PM
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে জোয়ারের পানির অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, এখন অল্প কিছু এলাকায় ছোট ছোট ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুন নেই। তবে পানি সংকটের কারণে ঠিকমত কাজ করা যাচ্ছে না। তাই জোয়ারের পানির অপেক্ষা করতে হচ্ছে।
পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। বিকালে মরা ভোলা নদীতে জোয়ারের পানি এলে আবারও কাজ শুরু হবে।
শনিবার দুপুরের পর থেকেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন দেখতে পায় বনবিভাগ। তখন থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বনবিভাগ ও ফায়ার সার্ভিস।
রোববার দুপুর ১টার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগে বেলা সাড়ে ১১টার দিকে কলমতেজি টহল ফাঁড়ি থেকে উত্তর-পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে তেইশের ছিলার শাপলার বিল এলাকা নতুন করে আগুন দেখা দেয়।
সুন্দরবন: কলমতেজির আগুন নিয়ন্ত্রণে, জ্বলছে শাপলার বিল, পানির সংকট
সুন্দরবনের গহীনে আগুন, পানির উৎস '৩ কিলোমিটার দূরে'
রোববার রাত থেকে শাপলার বিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ‘ফায়ার লাইন’ কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী।
বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার ৩টার দিকে বলেন, “রোববার রাত ৯টায় সুন্দরবনের মরা ভোলা নদীতে জোয়ার এলে পাম্প দিয়ে পানি তুলে আগুন নেভানোর কাজ শুরু করি। গভীর রাত পর্যন্ত পানি ছিটানোর কাজ চলে।
“সকাল ১০টার দিকে নদীতে আবার জোয়ার এলে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। সেটি চলেছে একটানা প্রায় সাড়ে তিন ঘণ্টা; দুপুর ড়েটা পর্যন্ত। এখন আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। একটানা কাজ করা যাচ্ছে না।”
সুন্দরবনে আগুন: রাতের মধ্যেই নিয়ন্ত্রণের আভাস বন বিভাগের
বন কর্মকর্তা বলেন, “চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। অল্প কিছু এলাকায় ছোট ছোট ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুনের কুণ্ডুলি নেই। পানির সংকট না থাকলে বনের আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হত।”
আগুন নেভাতে আরও অন্তত দুটি জোয়ারের অপেক্ষায়য় থাকতে হবে বলে মনে করছেন এই কর্মকর্তা।
সুন্দরবনে আগুন: সেচপাম্প দিয়ে পানি ছিটাচ্ছে বনবিভাগ, তদন্তে কমিটি