আগুন ছড়িয়ে পড়া রোধে চার পাশে তৈরি করা হয় ফায়ার লাইন।
Published : 23 Mar 2025, 12:34 AM
সুন্দরবনের গহীনে লাগা আগুন শনিবার রাতের মধ্যে নিয়ন্ত্রণে আসার আভাস দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, পানির উৎসস্থল প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। আগুন বনের নিচের দিকে রয়েছে, ওপরের দিকে ছড়ায়নি।
শনিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়। বাকিটা পথ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সহায়তায়।
"রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছে বন বিভাগ।"
শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে।
অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে তৈরি করা হয় ফায়ার লাইন।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অসাবধনতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম।
এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। তাতে ক্ষতিগ্রস্ত হয় বনের পাঁচ একর এলাকা।
আরও পড়ুন