আগের দিন দুপুরে লাগা এ আগুনে লতাগুল্ম জাতীয় গাছপালা পুড়েছে।
Published : 24 Mar 2025, 11:32 PM
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিলের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস; যা ছড়িয়েছে প্রায় চার একর এলাকাজুড়ে।
বনের ভেতরে ধোঁয়ার কুণ্ডলি যেখানেই দেখা যাচ্ছে সেখানেই ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটাচ্ছেন। আগের দিন দুপুরে লাগা এ আগুনে পূর্ব সুন্দরবনের লতাগুল্ম জাতীয় গাছপালা পুড়েছে। বনের গহীনে লাগা এ আগুন পানির অভাবে নেভাতে বেগ পেতে হচ্ছে।
সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার আসার পরপরই আগুন নেভানোর কাজ আবার শুরু করার কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু বক্কর জামান।
রাত পৌনে ৯টার দিকে তিনি বলেন, এ কাজ চলবে অন্তত রাত ১২টা পর্যন্ত। বনে লাগা আগুনের তীব্রতা এখন নেই বললেই চলে। আগুনের তীব্রতা কমে আসায় সেখানে কাজ করা ইউনিটের সংখ্যা অর্ধেকে কমিয়ে পাঁচটিতে আনা হয়েছে।
রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ শুরু করে।
নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রোববারই ফায়ার লাইন কেটে দেয় (আগুন লাগা এলাকার চারপাশে গর্ত করা) বনবিভাগ ও গ্রামবাসী। তবে আগুন কত এলাকায় ছড়িয়েছে ও বনভূমির ক্ষয়ক্ষতির পরিমাণ কী তা এখনো জানাতে পারেনি বনবিভাগ।
তবে পানি সংকটের কারণে আগুন নেভাতে দেরি হচ্ছে। শাপলারবিলের দক্ষিণ পাশের কিছু এলাকায় ছোট ছোট কিছু ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু বক্কর বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধোঁয়ার কুণ্ডলিতে পানি ছিটিয়ে নিভিয়ে ফেলা হচ্ছে। পানির সংকট না থাকলে বনের আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হত। এখন যে আগুন রয়েছে পর্যাপ্ত পানি পেলে তা দ্রুতই নিভিয়ে ফেলা যাবে।
শাপলার বিলের অন্তত চার একর এলাকাজুড়ে আগুনের বিস্তৃতির তথ্য দিয়ে তিনি বলেন, এখানে লতাগুল্ম জাতীয় গাছপালা আগুনে পুড়ে গেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে প্রথমে ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে।
সেই আগুন নেভানোর মধ্যেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে একই রেঞ্জের দুই কিলোমিটার দূরে তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে।
আরও পড়ুন:
সুন্দরবনে আগুন নেভাতে জোয়ারের পানির অপেক্ষা
সুন্দরবন: কলমতেজির আগুন নিয়ন্ত্রণে, জ্বলছে শাপলার বিল, পানির সংকট
সুন্দরবনের গহীনে আগুন, পানির উৎস '৩ কিলোমিটার দূরে'
সুন্দরবনে আগুন: সেচপাম্প দিয়ে পানি ছিটাচ্ছে বনবিভাগ, তদন্তে কমিটি