‘ব্লেন্ড’ নামের নতুন এ ফিচারটি ব্যবহারকারীদের ডিএম বা ডাইরেক্ট মেসেজের মধ্যে একটি কাস্টম ফিড তৈরি করতে দেবে।
Published : 19 Apr 2025, 05:51 PM
ব্যবহারকারীদের বিভিন্ন রিলস রেকোমেন্ডেশনকে আরও প্রাণবন্ত করতে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম।
‘ব্লেন্ড’ নামের নতুন এ ফিচারটি ব্যবহারকারীদের ডিএম বা ডাইরেক্ট মেসেজের মধ্যে একটি কাস্টম ফিড তৈরি করতে দেবে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের রেকোমেন্ডেশনকে বন্ধুর সঙ্গেও মেলাতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ফিচারটি অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে কারণ ‘ব্লেন্ড’ বেশ কিছুদিন ধরেই কাজ করছে প্লাটফর্মটিতে। এক বছরেরও বেশি সময় আগে অ্যাপটিতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ফিচারটি। তবে ওই সময় এটি কেবল প্লাটফর্মটির ভেতরের প্রোটোটাইপেই ছিল।
এখন, অবশেষে ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। এটিকে “আপনার ও কেবল আপনার বন্ধুদের জন্য আমন্ত্রিত রিলস ফিড” হিসাবে বর্ণনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
ইনস্টাগ্রামে যে কেউ ডিএম বা ডাইরেক্ট মেসেজ বা গ্রুপ চ্যাটের মধ্যে থেকে কোনও বন্ধু বা বন্ধুদের গ্রুপকে ‘ব্লেন্ড’ ফিচারে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। একবার কেউ আমন্ত্রণটি গ্রহণ করলে প্রতিটি ব্যক্তির জন্য তৈরি ভিডিও রেকোমেন্ডশনের সমন্বয়ে তৈরি রিলস-এর একটি কাস্টম ফিড তৈরি করে দেবে ইনস্টাগ্রাম।
এর মাধ্যমে প্লাটফর্মটি স্ক্রল করার সঙ্গে সঙ্গে প্রতিটি প্রস্তাবিত ক্লিপ কার জন্য তা দেখতে পারবেন ব্যবহারকারীরা, যা ইনস্টাগ্রামের অ্যালগরিদমের মাধ্যমে তাদের বন্ধুদের কী ধরনের রিল পরিবেশন করে তা জানার একটি উপায় দেবে।
মেটা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তাদের বন্ধুদের রিলস দেখার অভ্যাস সম্পর্কে নতুন ধারণা দিতে সর্বশেষ এ ফিচারটি এনেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
সম্প্রতি অ্যাপটিতে একটি ট্যাবও চালু করেছে কোম্পানিটি, যেখানে ব্যবহারকারীরা কেবল তাদের ইনস্টাগ্রাম বন্ধুদের পছন্দ করা বিভিন্ন ভিডিও দেখার সুযোগ পাবেন।