সাত মাসের এ বিজ্ঞান মিশন শুরু হয়েছিল ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। মহাকাশে দুইশো ২০ দিনে ধরে তিন হাজার পাঁচশ ২০ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তারা।
Published : 20 Apr 2025, 04:23 PM
৭০তম জন্মদিনে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন প্রবীণতম মার্কিন নভোচারী।
যুক্তরাষ্ট্রের মাহাকশ গবেষণা সংস্থা নাসা’র নভোচারী ডনাল্ড পেটিট ও দুই রুশ নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে সাত মাসের মিশন শেষে পৃথিবীতে ফিরে আসেন।
রোববার পেটিট, রাশিয়ার নভোচারী অ্যালেক্সি ওভচিনিন ও ইভান ভাগনারকে বহনকারী ‘সয়ুজ এমএস-২৬’ মহাকাশযানটিতে করে কাজাখস্তানে অবতরণ করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস বলেছে, “মহাকাশযানটি স্বাভাবিকভাবে পৃথিবীতে অবতরণ করেছে।”
ক্রুদের সাত মাসের এ বিজ্ঞান মিশন শুরু হয়েছিল ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। মহাকাশে দুইশো ২০ দিনে ধরে তিন হাজার পাঁচশ ২০ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তারা।
নাসা বলেছে, মহাকাশে থাকাকালীন কক্ষপথে মেটাল থ্রিডি প্রিন্টিং সক্ষমতা বাড়াতে, পানির স্যানিটাইজেশন প্রযুক্তির অগ্রগতি, পানির পরিস্থিতিতে উদ্ভিদের বেড়ে ওঠা অন্বেষণ ও মাইক্রোগ্র্যাভিটিতে আগুনের আচরণ কেমন হতে পারে তা নিয়ে গবেষণা করেছেন পেটিট।
পেটিট ও ওভচিনিনের জন্য এটি ছিল তাদের চতুর্থবারের মতো মহাকাশ যাত্রা। অন্যদিকে ভ্যাগনারের জন্য এটি দ্বিতীয় মহাকাশ যাত্রা।
বিবিসি লিখেছে, পৃথিবীর কক্ষপথে উড়ে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন তিনি। এই রেকর্ডটি জন গ্লেনের। ১৯৯৮ সালে ৭৭ বছর বয়সে নাসা মিশনে মহাকাশে উড়েছিলেন তিনি এবং ২০১৬ সালে মারা যান।