Published : 06 May 2025, 08:52 PM
মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীরা না আসায় সপ্তম দিনে কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষী দিতে না আসায় এদিন বিচারক দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান।
দুই চিকিৎসক হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মমতাজ আরা ও দেবিকা রায়।
আইনজীবী বলেন, মঙ্গলবার দুজন চিকিৎসকের সাক্ষ্য প্রদানের দিন ধার্য ছিল। কিন্তু তারা আসেননি। যে কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবারও সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে।
এর আগে ছয় কার্যদিবস সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট সাক্ষী ৩৭ জন।
শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও তিন পুলিশ সদস্য
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ
মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু
মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি
মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ
মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ
মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার
মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার ...
মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস