শফিকুর রহমান বলেন, “জামায়েত ইসলামি সব সময় শিশুটির পরিবারটির পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।”
Published : 15 Mar 2025, 12:52 PM
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশুটির বাড়ি গেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
শনিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ওই বাড়িতে যান তিনি। এ সময় তারসঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতাকর্মীরা।
জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।
শফিকুর রহমান বলেন, জামায়েত ইসলামি সব সময় শিশুটির পরিবারটির পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।
এ সময় তিনি দ্রুত ধর্ষকের বিচারের দাবিও করেন।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ।
এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।
আসামিরা হলেন- শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীবের অপ্রাপ্তবয়স্ক ভাই (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের চারজনই কারাগারে আছেন।
নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভর্তি করা হয়।
পরে ৭ মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮ মার্চ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানিয়েছে।
বিকালে শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরা জেলা স্টেডিয়ামে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে শহরের নোমানী ময়দানে এবং পরে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।
রাত ৮টার দিকে তাকে উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের দাফন করা হয় বলে সব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পান্না খাতুন জানান।
আরও পড়ুন
আর্তনাদ থামছে না মাগুরার শিশুটির মায়ের, শোকে পাথর বাবা
মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস