সুন্দরবনে লাগা আগুন নেভাতে শুরু থেকেই জোয়ারের পানির উপর নির্ভর করতে হচ্ছে। যার কারণে পানি ছিটাতে হচ্ছে নদীর জোয়ার ধরে।
Published : 25 Mar 2025, 04:07 PM
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় নতুন করে বেশ কয়েকটি স্থানে ছোট ছোট আগুনের ধোঁয়ার কুন্ডলির দেখা মিলেছে। তাই পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে ফায়ার সার্ভিস ও বনবিভাগ।
মঙ্লবার দুপুরে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (এডি) আবু বক্কর জামান বলেন, “সব জায়গায় পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। দুপুরে নদীতে ভাটা নামায় পানি ছিটানোর কাজ বন্ধ রয়েছে। নতুন কিছু ধোঁয়া দেখতে পাওয়ায় আজও সারাদিন আমরা আগুনের এলাকাটি পর্যবেক্ষণে রাখব।”
গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগলে তা নেভানোর কাজ চলার মধ্যে রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে। সেদিন রাত থেকেই ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে মঙ্গলবার সকাল থেকে কোথাও নতুন করে কোনো আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আর দুপুর পর্যন্ত আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখার কথা জানায় বনবিভাগ।
পরে বেলা এগারোটার দিকে নতুন করে বেশ কয়েকটি স্থানে ছোট ছোট আগুনের ধোঁয়ার কুন্ডলির দেখা মিলেছে। তবে তা খুবই সামান্য। সঙ্গে সঙ্গে সে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস কর্মীরা।
যেসব স্থানে আগুনের ধোঁয়ার দেখা মিলেছে সেখানেই পানি ছিটায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (এডি) আবু বক্কর জামান দুপুরে জানান, সুন্দরবনে লাগা আগুন নেভাতে শুরু থেকেই জোয়ারের পানির উপর নির্ভর করতে হচ্ছে। যার কারণে পানি ছিটাতে হচ্ছে নদীর জোয়ার ধরে।
“রোববার রাত থেকে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। জোয়ার আসলেই আমরা আগুন নেভাতে পানি ছিটাচ্ছি। প্রথমে দশটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। আগুনের তীব্রতা কমে আসায় এখন পাঁচটি ইউনিট কাজ করছে।”
তিনি আরও বলেন, “সোমবার সারারাত আগুনের এলাকায় পানি ছিটানো হয়। আগুন ছিল না বললেই চলে। মঙ্গলবার সকালের জোয়ারের পানি ছিটানোর সময় বনের ৮-১০টি স্থানে ধোঁয়ার কুন্ডলি দেখতে পাই। যা খুবই সামান্য। আমরা সেখানে পানি ছিটিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলেছি।”
বনঅধিদপ্তরের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকালে পুরো এলাকায় কোনো আগুনের চিহ্ন ছিল না। ভেবেছিলাম মঙ্গলবার দুপুরের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ করতে পারব কিন্তু আজ নতুন করে কয়েকটি স্থানে ছোট ছোট ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে তাই সারাদিনটা আমরা এলাকাটি পর্যবেক্ষণে রাখছি।”
বনবিভাগ জানিয়েছে, তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন অন্তত চার একরজুড়ে ছড়িয়েছে। আর ধানসাগর ফরেস্ট স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুনে পুড়েছে অন্তত তিন একর বনভূমি। এই এলাকার লতাগুল্ম বলা জাতীয় গাছপালা পুড়ে গেছে।
পুরানো খবর
নিভেছে সুন্দরবনের শাপলারবিলের আগুন, থাকবে পর্যবেক্ষণে
সুন্দরবনে শাপলারবিলের আগুন নিভুনিভু, ছড়িয়েছে ৪ একর
সুন্দরবনে আগুন নেভাতে জোয়ারের পানির অপেক্ষা
সুন্দরবন: কলমতেজির আগুন নিয়ন্ত্রণে, জ্বলছে শাপলার বিল, পানির সংকট
সুন্দরবনের গহীনে আগুন, পানির উৎস '৩ কিলোমিটার দূরে'
সুন্দরবনে আগুন: সেচপাম্প দিয়ে পানি ছিটাচ্ছে বনবিভাগ, তদন্তে কমিটি
কলমতেজি 'নিয়ন্ত্রণে', সুন্দরবনের নতুন এলাকায় ফের আগুন