সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আহত একজনের মৃত্যুতে মৃত্যু বেড়ে ২০

বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন নয়জন, যাদের অবস্থা সংকটাপন্ন; ঢাকা মেডিকেলে আছেন ২১ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 07:04 PM
Updated : 8 March 2023, 07:04 PM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তাতে এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হল ২০।

বুধবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুছা (৪৫) বলে ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন।

মুছার হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনর লাশ উদ্ধার করা হয়। বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। এখন আহত একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ২০ হল।

এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে মুছাসহ যে ১০ জনকে ভর্তি করা হয়, তারা সবাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মুছার মৃত্যু হওয়ার পর সেখানে এখন নয়জন ভর্তি আছেন। তাদের মধ্যে মো. হাসান (৩২) ও ইয়াসিন (২৬) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং আজম (৩৬) হাই ডিপেনডেন্সি ইউনিটে রয়েছেন।

আইয়ুব হোসেন বলেন, “আইসিইউ ও এমএইচডিইউ ইউনিটে ভর্তি চারজনের অবস্থা বেশি খারাপ। আর পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জনের অবস্থাও ভালো না।”

পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জন হলেন- খলিল (৫০), অলি শিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।

বিস্ফোরণে আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২১ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

পুরনো খবর

মাছির আনাগোনা দেখে দুটি মরদেহের সন্ধান
সিদ্দিক বাজারের বিধ্বস্ত ভবনের মালিকদের ডেকে নিয়েছে পুলিশ
সিদ্দিক বাজারের ক্ষতিগ্রস্ত ভবনে আরও দুই লাশ, মৃত্যু বেড়ে ১৯
ক্যাফে কুইন ভবন তিন তলা থেকে কীভাবে ৭ তলা, জানেন না রাজউক পরিচালক
সিদ্দিক বাজারের বিস্ফোরণ ‘দুর্ঘটনা’ মনে করছেন ফায়ার সার্ভিস ডিজি
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, উদ্ধারকাজে ডগ স্কোয়াড
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বেজমেন্টে নামার উপায় খুঁজছেন উদ্ধারকর্মীরা
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ১৭ মরদেহ পরিবারের কাছে, নিখোঁজ ৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭, উদ্ধার অভিযান স্থগিত
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: হতাহত অনেকেরই আঘাত ‘মাথায়’
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: দগ্ধ ৭ জন সঙ্কটাপন্ন
মরদেহ হস্তান্তর শুরু, হতাহতদের সহায়তা
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিদ্দিক বাজারের বিস্ফোরণ
‘বিস্ফোরণের ঠিক আগেই হেঁটে এলাম’
‘মানুষ উড়ে এসে পড়েছিল রাস্তায়, গাড়ির ওপরও’
‘যেন মৃত্যুই তাদের ডেকে নিয়েছিল’
ব্র্যাকের ক্ষতিগ্রস্ত শাখার ব্যাংকিং নবাবপুর শাখায়