বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন নয়জন, যাদের অবস্থা সংকটাপন্ন; ঢাকা মেডিকেলে আছেন ২১ জন।
Published : 09 Mar 2023, 12:04 AM
পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তাতে এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হল ২০।
বুধবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুছা (৪৫) বলে ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন।
মুছার হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনর লাশ উদ্ধার করা হয়। বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। এখন আহত একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ২০ হল।
এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে মুছাসহ যে ১০ জনকে ভর্তি করা হয়, তারা সবাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মুছার মৃত্যু হওয়ার পর সেখানে এখন নয়জন ভর্তি আছেন। তাদের মধ্যে মো. হাসান (৩২) ও ইয়াসিন (২৬) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং আজম (৩৬) হাই ডিপেনডেন্সি ইউনিটে রয়েছেন।
আইয়ুব হোসেন বলেন, “আইসিইউ ও এমএইচডিইউ ইউনিটে ভর্তি চারজনের অবস্থা বেশি খারাপ। আর পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জনের অবস্থাও ভালো না।”
পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জন হলেন- খলিল (৫০), অলি শিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।
বিস্ফোরণে আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২১ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
পুরনো খবর