আরেক গৃহকর্মী আহতের মামলায় অব্যাহতি সাংবাদিক আশফাক ও তার স্ত্রীর

প্রীতি উরাং নামের এক গৃহকর্মীর ‘বাসা থেকে পড়ে মারা’ যাওয়ার অভিযোগে বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা চলছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 02:29 PM
Updated : 22 Feb 2024, 02:29 PM

এক গৃহকর্মীর মৃত্যুর মামলায় কারাগারে আটক থাকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার উপর থেকে পড়ে আরেক গৃহকর্মী আহত হওয়ার মামলায় অব্যাহতি পেয়েছেন।

ঢাকার মহানগর হাকিম মো. জাকী আল ফারাবীর আদালত গত সোমবার ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এতে আসামিরা ওই মামলার দায় থেকে অব্যাহতি পান। তাদের অব্যাহতির এ খবর জানা যায় বৃহস্পতিবার।

সেদিন আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া এবং সাংবাদিক আশফাক ও তার স্ত্রীর অব্যাহতি পাওয়ার এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার এসআই হেলাল বলেন, চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এ মামলার বাদী ফেরদৌসীর মা জোছনা বেগম আদালতে হাজির ছিলেন। আহত গৃহকর্মী শিশু ফেরদোসী ও বাদী দুজনই আদালতকে বলেছেন, তারা দুই লাখ টাকার চেক পেয়েছেন। মামলা থেকে আসামিরা অব্যাহতি পেলে তাদের ‘আপত্তি নেই”।

আসামি পক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদারও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

৯ বছরের ফেরদৌসী নামের এ গৃহকর্মী গত অগাস্টে মোহাম্মদপুরে শাহজাহান রোডের জেনিভা ক্যাম্প সংলগ্ন ভবনের নবম তলায় আশফাকুল হকের বাসা থেকে নিচে পড়ে আহত হন। তাকে নির্যাতন করা হয়েছিল বলে তার মা মামলায় অভিযোগ করেন।

আর গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে একই ‘বাসা থেকে পড়ে মারা যায়’ প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী আরেক কিশোরী। এ মামলায় আশফাক ও তার স্ত্রী রিমান্ড শেষে এখন কারাগারে আটক আছেন।

প্রীতির মৃত্যুর খবর সংবাদমাধ্যমে আসার পর এ নিয়ে আলোচনার মধ্যে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

গত অগাস্টে ফেরদৌসীর আহত হওয়ার ঘটনায় তার মা জোসনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়।

এজাহারে জোছনা বেগম অভিযোগ করেছিলেন, মামলার ৩ নম্বর আসামি শিল্পীর বাসায় তার বড় মেয়ে কাজ করত। এক মাস আগে সে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপর শিল্পী তার মেজ মেয়ে ফেরদৌসীকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু ১ অগাস্ট তাকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠান।

এরপর ৬ অগাস্ট শিশু গৃহকর্মীটি উপর থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগে থানায় মামলা করেন শিশুটির মা।

এদিকে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার জামিন পাননি আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার।

ওই দিন তারা জামিনের আবেদন করলে তার ওপর শুনানি নেন ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা।

পরে বিচারক বিকালে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জানান।

ওই দিন থেকে তারা কারাগারে আছেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিন হেফাজতে পেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন...

Also Read: গৃহকর্মীর মৃত্যু: জামিন পাননি সাংবাদিক আশফাক ও তার স্ত্রী

Also Read: গৃহকর্মীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আশফাক ও তার স্ত্রী

Also Read: গৃহকর্মীর মৃত্যু: যা বললেন ডেইলি স্টার সম্পাদক

Also Read: গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ডিবির হাতে

Also Read: ‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’

Also Read: প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি

Also Read: এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা

Also Read: গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে

Also Read: প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাইলেন বাবা

Also Read: গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও স্ত্রী কারাগারে

Also Read: গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ

Also Read: ‘উপর থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু, স্ত্রীসহ সাংবাদিক থানায়