মামলাটি এখন তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
Published : 18 Feb 2024, 05:02 PM
ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
রিমান্ড শেষে মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে জামিন চাওয়া হয়নি।
তাদের আইনজীবী আশরাফ উল আলমকে বিচারক জিজ্ঞাসা করেন, তিনি কোনো আবেদন দেবেন কি না। উত্তরে আইনজীবী বলেন, “না, পরবর্তী সময়ে দেব।”
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে শাহজাহান রোডের জেনিভা ক্যাম্প সংলগ্ন ভবনের নবম তলায় আশফাকুল হকের ‘বাসা থেকে পড়ে মারা যায়’ প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের মেয়ে প্রীতি প্রায় দুই বছর ধরে ওই বাসায় গৃহ সহায়ক হিসেবে ছিলেন।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ আশফাক, তানিয়াসহ তাদের পরিবারের ছয়জনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুইজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
৭ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুর থানায় এসে মামলা করেন লোকেশ উরাং। আশফাকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ করা হয়।
সেদিনই দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল পুলিশ। কিন্তু তা নাকচ করে দিয়ে দুই আসামিকে তিন দিনের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন বিচারক।
এরপর ১৩ ফেব্রুয়ারি আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান। থানা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের মধ্যেই বৃহস্পতিবার মামলার তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই আসামিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
প্রীতির পরিবারের ভাষ্য, তাকে ‘নির্যাতন করে হত্যা’ করা হয়েছে।
১৫ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যুর ১০ দিন পর শোক প্রকাশ করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এক বিবৃতিতে বলেন, “এ বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় আছি।”
গত বছরের ৬ অগাস্ট একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। সেবার নয় বছরের এক শিশু গৃহকর্মী লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।
ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন শিশুটির মা। কিন্তু সেই মামলা থেকে তারা অব্যাহতি পেয়ে যান।
প্রীতির মৃত্যুর ঘটনা নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিবৃতির বিষয়বস্তুতে ‘হতাশা’ প্রকাশ করে রোববার তার কাছে খোলা চিঠি দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের একটি প্ল্যাটফর্ম।
চিঠিতে বলা হয়, গত বছরে আশফাকুল হকের বাসা থেকে পড়ে গিয়ে ৭ বছর বয়সী আরেক গৃহকর্মী ফেরদৌসী আহত হয়েছিল। সে বিষয়টি ডেইলি স্টার সম্পাদক ‘বেমালুম’ চেপে গেছেন।
পুরনো খবর...
‘উপর থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু, স্ত্রীসহ সাংবাদিক থানায়
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টার সম্পাদককে ‘খোলা চিঠি’
গৃহকর্মীর মৃত্যু: যা বললেন ডেইলি স্টার সম্পাদক
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ডিবির হাতে
‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’
প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি
এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে