জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বিকালে আদেশ দেন বিচারক।
Published : 20 Feb 2024, 04:32 PM
গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পাননি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার।
মঙ্গলবার তারা জামিন আবেদেন করলে তার ওপর শুনানি নেন ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা।
পরে বিচারক বিকালে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জানান।
এর আগে আসামিদের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, জামিনযোগ্য মামলায় জামিন দেয়ার বাধ্যবাধকতা নিয়ে আপিল বিভাগের সুস্পষ্ট নির্দশনা রয়েছে। এ মামলার ধারা জামিনযোগ্য।
তিনি এ সময় ‘বাংলাদেশ ল টাইমস’ এর ২৪ নম্বর সংখ্যায় বর্ণিত উচ্চ আদালতের সিদ্ধান্ত দেখান।
অপর আইনজীবী আশরাফ উল আলম বলেন, “তাকে (প্রীতি উরাং) নির্যাতন করা হয়নি। মেয়েটি লাফিয়ে পড়েছিল একাই।”
চারদিনের রিমান্ড শেষে গত ১৮ ফেব্রুয়ারি আশফাক ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছিল। ওই সময় তাদের পক্ষে জামিন চাওয়া হয়নি।
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে শাহজাহান রোডের জেনিভা ক্যাম্প সংলগ্ন ভবনের নবম তলায় আশফাকুল হকের ‘বাসা থেকে পড়ে মারা যায়’ প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের মেয়ে প্রীতি প্রায় দুই বছর ধরে ওই বাসায় গৃহ সহায়ক হিসেবে ছিলেন।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ আশফাক, তানিয়াসহ তাদের পরিবারের ছয়জনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুইজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
৭ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুর থানায় এসে মামলা করেন লোকেশ উরাং। আশফাকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ করা হয়।
সেদিনই দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল পুলিশ। কিন্তু তা নাকচ করে দিয়ে দুই আসামিকে তিন দিনের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন বিচারক।
এরপর ১৩ ফেব্রুয়ারি আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান। থানা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের মধ্যেই মামলার তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই আসামিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আরো পড়ুন:
গৃহকর্মীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আশফাক ও তার স্ত্রী
গৃহকর্মীর মৃত্যু: যা বললেন ডেইলি স্টার সম্পাদক
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ডিবির হাতে
‘প্রীতির মৃত্যুতে জড়িতদের শাস্তি হলে অন্যরা সাহস পাবে না’
প্রীতির মৃত্যু: বিচার না পেলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারি
এভাবে কি গরিবের মেয়েকে ফালানো লাগে: প্রীতির মা
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে
প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাইলেন বাবা
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও স্ত্রী কারাগারে
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাক ও স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ