১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
দুই সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছে আদালত।
চিন্ময় দাশের আইনজীবী বলেন, “আমরা উচ্চ আদালতে যাব।”
“এই বারের আরেকজন আইনজীবী না থাকার কারণে উনি এটা (আবেদন) পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয়, আমরা হাই কোর্টে যাব," বলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
“গতকালকে শুনানি হয়নি আনফরচুনেটলি, আজকে উনি (বিচারক) আবেদন অ্যাকসেপ্ট করেছেন,” বলেন আইনজীবী রবীন্দ্র।