ঢাকার সিএমএম আদালতকে ১৫ দিনের মধ্যে আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
Published : 08 Jan 2024, 11:20 PM
রমনা ও পল্টন থানার আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার এক রিট আবেদনে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম-সিএমএম আদালতকে এ নির্দেশ দেওয়া হয় বলে আমীর খসরুর আইনজীবী জানান।
আমীর খসরুর আবেদনের পক্ষে শুনানি করেন আসাদুজ্জামান; সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, “আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হলেও নাশকতার ৮ মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছে না পুলিশ। এর মধ্যে সিএমএম কোর্টে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন আবেদনগুলো নিয়ে রেখে দিয়েছে; নিষ্পত্তি করছে না।
“এটি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছিল। হাই কোর্ট জামিন আবেদনগুলো গ্রহণ করে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছে।”
পুলিশ হত্যা: বিএনপির আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে
হাই কোর্টের নির্দেশনা অনুসারে আগামী দুই-এক দিনের মধ্যে মহানগর মুখ্য হাকিম আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন চেয়ে আবেদন করা হবে বলে জানান তার আরেক আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
গত ২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় রাজধানীর পল্টন ও রমনা থানায় করা মামলাগুলোর মধ্যে নয়টিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আসামি করা হয়। এর মধ্যে সমাবেশের দিন পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজ হত্যা মামলায় গত ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পল্টন থানায় নাশকতার এক মামলায় গত ১৪ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হলেও ৮ মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছে না পুলিশ।
আইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন, “ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন করা হলে আদালত তা গ্রহণ না করে রেখে দেয়। জামিন শুনানিতে সিএমএম আদালতের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।”