নতুন শিক্ষাক্রম প্রথম, দ্বিতীয়, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণিতে: শিক্ষামন্ত্রী

এ বছর নতুন বইয়ে ভুল থাকবে না বলে আশা করছেন শিক্ষামন্ত্রী।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2022, 03:55 PM
Updated : 30 Dec 2022, 03:55 PM

নতুন বছরে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, “প্রাথমিকে এ বছর থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। যেহেতু আমরা শিক্ষাক্রমে রূপান্তর ঘটাচ্ছি, তাই এই শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি।” 

Also Read: নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে দৃষ্টিভঙ্গিই বড় বাধা: শিক্ষামন্ত্রী

Also Read: নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন হবে যেভাবে

পাঠ্য বইয়ে ভুলভ্রান্তি কমে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, “অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা কাজ করে সংশোধন করে দিয়েছি। আশাকরি এ বছর নতুন বইয়ে কোনো ভুল থাকবে না।” 

তারপরও কোথাও ভুল থেকে গেলে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে বলে তিনি জানান। 

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভনকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষা মন্ত্রী।

Also Read: আনন্দ নিয়ে শেখার ব্যবস্থা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Also Read: সব শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী

এ ছাড়া তিনি অসুস্থ সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ করা অর্থের চেক বিতরণ করেন। 

অনুষ্ঠানে চাঁদপুরের আট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ চাঁদপুর প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, নবনির্বাচিত সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল ইমরান শোভন বক্তব্য রাখেন।

 আরও পড়ুন:

Also Read: সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ রয়েছে: শিক্ষামন্ত্রী

Also Read: কোচিং না করলে ফেইল করানোর ‘অপরাধজনক কাজ’ হচ্ছে: শিক্ষামন্ত্রী

Also Read: ২ দিন স্কুল বন্ধ থাকলে ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী