বুলবুলের বিভাগে ১০ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

সহপাঠীরা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা ক্লাস-পরীক্ষার জন্য প্রস্তুত না।’

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2022, 07:09 AM
Updated : 29 July 2022, 07:09 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের জেরে তার বিভাগে ১০ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শোকবিহ্বল শিক্ষার্থীরা মানসিকভাবে অপ্রস্তুত হওয়ায় এই সিদ্ধান্ত হয় বলে বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক শামীমা তাসনিম জানান।

শামীমা শুক্রবার সকাল ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুলবুলের অকালমৃত্যুতে আমরা সবাই শোকাহত। বুলবুলের এভাবে মৃত্যু হবে তা আমরা ভাবতেও পারিনি।

“তার সহপাঠীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় তারা বিভাগীয় প্রধানকে জানিয়েছে, তারা ক্লাস-পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত না। তারা ১০ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার আবেদন জানায়। আবেদনের ভিত্তিতে গত ২৬ জুলাই থেকে ৪ অগাস্ট ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত তিনজন হলেন বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার বাসিন্দা আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯), একই এলাকার মো. গোলাব আহমেদের ছেলে কামরুল ইসলাম (২৯) ও তছির আলীর ছেলে মোহাম্মদ হাসান (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল নিহত হয়েছেন।

কামরুলের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজন

বুলবুলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজন করা হয়েছে।

অধ্যাপক শামীমা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার দুপুরে এবং আগামী রোববার বুলবুলের বিভাগে এই দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:

শাবি শিক্ষার্থী বুলবুলের শরীরে ৩ আঘাতের চিহ্ন: চিকিৎসক

শাবিতে বুলবুল খুনের দুদিনের মাথায় আদালতে জবানবন্দি

বুলবুল হত্যার ঘটনায় শাবিতে ছাত্রলীগের শোক শোভাযাত্রা

বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা, সহপাঠীদের বিক্ষোভ

শাবির বুলবুল হত্যার পেছনে ছিনতাই: পুলিশ

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় আটক আরও ৩

শাবির বুলবুলের গ্রামের বাড়িতে শোকের মাতম

বুলবুলের খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ শাবি শিক্ষার্থীদের

শাবি শিক্ষার্থী খুন: আশ্বাসে সড়ক ছাড়ল সহপাঠীরা, মামলা দায়ের

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত

ক্যাম্পাসে খুন হওয়া বুলবুলের মরদেহ বাড়ির পথে