উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কেনেন
Published : 01 Dec 2024, 12:48 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে; যা বিক্রি হয়েছে সাড়ে ৭১ হাজার টাকায়।
রোববার ভোরে উপজেলার দৌলতদিয়া কলা বাগান এলাকায় স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
তিনি বলেন, “সকালে কয়েকজন জেলে মাছটি দৌলতদিয়ার আব্দুল হালিম মিয়ার আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখেন মাছটি ৫৫ কেজির। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই।”
এই মাছ ব্যবসায়ী আরও বলেন, “কেনার পর মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে বেধে রাখা হয়েছে। বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় মোবাইলে যোগাযোগ করছি, একটু বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।”
পদ্মাসহ বিভিন্ন নদী থেকে জেলেরা প্রায়ই বাঘাইড় ধরে বিক্রি করলেও বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে মাছটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা নদী থেকে বড় একটি বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়েছে বলে শুনেছি। বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মাছটি কেনা-বেচায় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না।
“বাঘাইড় মাছ হলেও আইনটা বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা)। যে কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা কাভার করে না,” বলেন এই কর্মকর্তা।
আরও পড়ুন:
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৯ কেজির বাঘাইড়
রাজবাড়ীতে জেলের জালে ৩২ কেজির বাঘাইড়
কুশিয়ারা নদীতে এবার ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়
সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজির বাঘাইড়
বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
১১৩ কেজির বাঘাইড়, বিক্রি হল লাখ টাকায়
পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা
পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা