কুশিয়ারা নদীতে এবার ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনা-বেচা দণ্ডণীয় অপরাধ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 12:12 PM
Updated : 21 March 2023, 12:12 PM

সিলেটের কুশিয়ারা নদীতে এক জেলের জালে ১০০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে; যা নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে।

মঙ্গলবার মাছটি কুশিয়ারা নদীতে ধরা পড়ে বলে জানান মাছ বিক্রেতা আনোয়ার হোসেন। 

তিনি বলেন, কুশিয়ারা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়েছিল। সকালে সিলেট নগরীর কাজিরবাজার থেকে মাছটি কিনে বিক্রির জন্য লালবাজারে নিয়ে এনেছি।  

আনোয়ার আরও জানান, বুধবার সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। এক কেজি মাছের দাম দুই হাজার টাকার মধ্যে থাকবে। 

তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চায়নি এই মাছ বিক্রেতা। 

নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা সঞ্জয় বণিক বলেন, “লালবাজারে বড় বাঘাইড় মাছ উঠেছে মাইকিং শুনে মাছটি দেখতে এসেছি। প্রায় সময় লালবাজারে বড় বাঘাইড় মাছ ওঠে বলে শোনা যায়। আজ মাছটি দেখে ছবি তুলে রাখলাম।”   

এর আগে ১৪ মার্চ জকিগঞ্জের কুশিয়ারা নদীতে জেলের জালে ১৫০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল; সেটিও এই মাছ ব্যবসায়ী কেটে বিক্রি করে। 

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনা-বেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন:

Also Read: সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজির বাঘাইড়

Also Read: বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

Also Read: ১১৩ কেজির বাঘাইড়, বিক্রি হল লাখ টাকায়

Also Read: পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা

Also Read: খারুয়া দহের ‘খাউড়া মেলা’

Also Read: পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা

Also Read: জামাই মেলার মৎস্যসম্ভার