১১৩ কেজির বাঘাইড়, বিক্রি হল লাখ টাকায়

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ১১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ার পর এক লাখ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 06:24 PM
Updated : 21 Oct 2020, 06:24 PM

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিয়া জানান, উপজেলার নয়ারহাট ইউনিয়নের আশাদুল ইসলাম নামে এক জেলের জালে বুধবার সকালে মাছটি ধরা পড়ে।

পরে স্থানীয়রা এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনে ভাগ করে নেয়।

জেলে আশাদুল আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ঋণগ্রস্ত মানুষ। আল্লাহ আমার দুঃখ-দুর্দশা ঘোচাতে মাছটা আমার জালে পাঠিয়েছে। মাছটা বিক্রি করে ঋণ পরিশোধ করে স্ত্রী-সন্তাদের নিয়ে এখন দুবেলা দুমুঠো খেয়েপরে একটু শান্তিতে থাকতে পারব।”

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে বুধবার জেলে আশাদুল ইসলামের জালে ধরা পড়ে ১১৩ কেজি ওজনের এই বাঘাইড় মাছ। পরে স্থানীয়দের কাছে মাছটি তিনি বিক্রি করেন এক লাখ ১৩ হাজার টাকায়।

দুই কেজি মাছ কিনেছেন উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন।

তিনি বলেন, “সচরাচর এত বড় মাছ চোখে পড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি, চার-পাঁচ মণ ওজনের বিশাল সাইজের মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হঠাৎ করেই বড় সাইজের মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।”

এটি এ বছর জেলার সবচেয়ে বড় আকারের মাছ বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান।

তিনি বলেন, প্রতিবছর ৩৫-৪০টি বাঘাইড় ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। এ বছর জেলার সবচেয়ে বড় আকারের মাছ আরশাদুলের জালে ধরা পড়া ১১৩ কেজি ওজনের মাছটি। স্থানীয় বাজারে এক লাখ ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।