বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

আইন ভেঙে বাঘাইড় মাছ বিক্রি করায় রাজধানীর আদাবরে একটি সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 01:24 PM
Updated : 30 June 2022, 02:14 PM

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) পরিদর্শক নিগার সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ‘প্রিন্স বাজার লিমিটেডে’ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ র‌্যাব ৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানের সময় ওই সুপার শপে ১৫ কেজি ৯০০ গ্রাম ওজনের দুটি বাঘাইড় মাছ বিক্রি করা অবস্থায় পাওয়া যায়।

পরে প্রিন্স বাজার সুপারশপের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল রাজিব এবং সহকারী ব্যবস্থাপক আরাফাত রহমানকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায়ও করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান।

দণ্ডিত ব্যক্তিরা বলেন, এই মাছ যে বিক্রি করা নিষেধ সেটি তারা জানতেন না।

নিগার সুলতানা জানান, চলতি বছরের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকভুক্ত করা হয়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।