রাজবাড়ীতে জেলের জালে ৩২ কেজির বাঘাইড়

মাছটি ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 10:14 AM
Updated : 25 April 2023, 10:14 AM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। পরে মাছটি ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান।

জেলে জয়নাল হালদার বলেন, সোমবার দিবাগত রাতে তিনিসহ কয়েকজন পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পাননি তারা। মঙ্গলবার সকালে নদী থেকে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির বাঘাআইড়।

পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে আনেন তারা। সে সময় উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকা দাম মাছটি কিনে নেন। এখন সেটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করবেন তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, বছরের নির্দিষ্ট সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এসব মাছ বড় হওয়ার সুযোগ পায়। মাঝে-মধ্যেই পদ্মা নদীতে জেলের জালে বড় আকারের রুই, কাতল, পাঙ্গাস, বোয়াল, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছ নদীর গভীরে থাকে। খাবরের সন্ধানে ওপরে চলে আসে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনা-বেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন:

কুশিয়ারা নদীতে এবার ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজির বাঘাইড়

বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা

১১৩ কেজির বাঘাইড়, বিক্রি হল লাখ টাকায়

পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা

খারুয়া দহের ‘খাউড়া মেলা’

পৌষ শেষে এবারও কালীগঞ্জে বসল মাছের মেলা

জামাই মেলার মৎস্যসম্ভার