ঈদের পরে তিন সপ্তাহ পেরিয়েও দেশে সবচেয়ে বেশি চলছে 'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ'।
Published : 22 Jul 2023, 02:27 PM
কোরবানির ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ঢাকাই সিনেমার মধ্যে সাড়া তুলেছে তিনটি, আর সেগুলোর মধ্যে নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ দাপট দেখাচ্ছে ঈদ শেষের তৃতীয় সপ্তাহে এসেও।
হলে গিয়ে বাংলা সিনেমার দেখার চল কিছুটা ফিরেছে গত বছর থেকে। ‘হাওয়া’ ও ‘পরাণ’ নিয়ে মূলত এই ‘মাতামাতি’ শুরু হয়। দর্শক আগ্রহ বিবেচনায় চলতি বছরেও দুই ঈদ ঘিরে নতুন কিছু সিনেমা মুক্তির দিনক্ষণ ঠিক করেন নির্মাতা-প্রযোজকরা।
শুরুতে কোরবানির ঈদে মুক্তির মিছিলে নয়টি সিনেমার নাম শোনা গেলেও শেষমেশ মুক্তি পায় পাঁচটি। এর মধ্যে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ও তরুণ নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছাড়াও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ মুক্তি পায়।
মুক্তির পর ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’ দেখতে প্রেক্ষাগৃহের সামনে দর্শকদের দীর্ঘ সারি দেখা গেলেও তিন সপ্তাহ পেরিয়ে এসে এখন সবচেয়ে বেশি চলছে 'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ'।
‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’ জানিয়েছে, ঈদে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পায় দেশের ১০৫টি হলে। পরে আরও ৮৪টি হলে এই সিনেমা চলেছে। বর্তমানে ‘প্রিয়তমা’ চলছে ৬১ হলে।
কেবল বাংলাদেশের প্রেক্ষাগৃহ নয়, দেশের বাইরেও দর্শকের মাঝে ‘সাড়া’ ফেলেছে 'প্রিয়তমা'। যুক্তরাষ্ট্র এবং কানাডায় গত ৭ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘ভার্সেটাইল মিডিয়া’ জানায় যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়াসহ ১৮টি অঙ্গরাজ্যের ৩৭টি হলে এবং কানাডার বিভিন্ন শহরের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’।
দ্বিতীয় সপ্তাহে এসে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, কানাডার টরন্টো থিয়েটার হলসহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ চলছে। এছাড়া ২৮ জুলাই কানাডার আরও কয়েকটি হলে এ সিনেমা মুক্তির কথা রয়েছে।
পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্রিয়তমা’র।
সময় গড়ানোর সাথে সাথে দেশে ‘প্রিয়তমা’র হল সংখ্যা কমে এলেও উল্টো চিত্র দেখা গেছে ‘সুড়ঙ্গ’র ক্ষেত্রে। এমনকি দেশের প্রথম সপ্তাহের তুলনায় বেশি হল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে আলফা আই ও চরকি প্রযোজিত সিনেমাটি।
নির্মাতা রাফি জানিয়েছেন, ঈদে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। আর শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে নিশো-তমার এই সিনেমা।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে ৩১টি হলে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে। এর আগে মুক্তি পাওয়া অস্ট্রেলিয়ায় এ সপ্তাহে 'সুড়ঙ্গ' চলছে ১৬টি হলে।
রাফী জানান, আগামী ২৮ জুলাই আমেরিকার হলে হলে পৌঁছে যাবে তার এই সিনেমা। সেখানে চলবে ১০৫ হলে। সব মিলিয়ে আগামী মাস থেকে বিশ্বজুড়ে ২০৫ হলে ‘সুড়ঙ্গ’ দেখতে পাবেন দর্শক।
এদিকে শাকিব খান তার সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখতে নিজের ফেইসবুক পেইজে দর্শকদের আহ্বান জানালেও হলে সিনেমাটি তেমন দর্শক টানতে পারেনি।
অপু বিশ্বাস-সাইমন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’ ছয়টি হলে চলছে বলে জানিয়েছে ‘অপু-জয় প্রোডাকশন হাউস।‘
এছাড়া শাকিবের আরেক স্ত্রী বুবলী ও অভিনেতা নিরব হাসানের ‘ক্যাসিনো’ও দর্শক টানতে পারেনি সেভাবে। প্রযোজনা সংস্থা ‘সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, বর্তমানে সিনেমাটি চলছে দেশের ১০টি হলে।
আর মাহফুজ আহমেদ এবং বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ চলছে ৪টি হলে।
পুরনো খবর
যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২ প্রেক্ষাগৃহে চলবে ‘প্রিয়তমা’
প্রিয়তমা: ‘কোরবানি কোরবানি’ গানে ‘বৃদ্ধ’ শাকিব উধাও
‘বৃদ্ধ’ শাকিবে আলমগীর-রুনার মুগ্ধতা
সাদা দাড়ি, লম্বা চুল, শাকিব খানের এই কী রূপ!
ভারতে ‘সুড়ঙ্গ’ টিমের সাথে সৃজিত ও জয়া
বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’
‘সুড়ঙ্গ’ টিম টাঙ্গাইলে, জন্মভূমিতে অভিভূত নিশো
‘সুড়ঙ্গ’ যাচ্ছে পশ্চিমবঙ্গে, অপেক্ষা সেন্সরবোর্ডের ছাড়পত্রের
শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?
বুবলী-নিরবের ‘ক্যাসিনো’ থ্রিলার
প্রেম-সন্দেহ, বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে ‘প্রহেলিকা’র ট্রেইলার
মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ আসছে ঈদে
প্রহেলিকার ‘ক্যারেক্টার লুক’ পোস্টার প্রকাশ, মুক্তি ঈদে
প্রহেলিকার ‘মেঘের নৌকা’: আশাবাদী মাহফুজ, প্রতিক্রিয়া জানতে উন্মুখ বুবলী
‘লাল শাড়ি’ নিয়ে প্রযোজনায় অপু বিশ্বাস
সন্তানের জন্য শাকিবের অন্যরকম আবেগ, বললেন 'লাল শাড়ি' দেখতে