গেল কোরবানির ঈদে বাংলাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’, আর পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে।
Published : 18 Jul 2023, 08:26 PM
বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা 'সুড়ঙ্গ'।
আগামী শুক্রবার ভারতে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমা।
বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহ পাচ্ছে নিশোর সিনেমাটি। গেল কোরবানির ঈদে বাংলাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’, আর পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে।
পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা মঙ্গলবার নিজের ফেইসবুক পেইজে দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।
ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় ‘সুড়ঙ্গ’র পোস্টারও পড়েছে।
পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনামার পরিবেশকের দায়িত্ব নিয়েছে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ।
বাংলাদেশে মুক্তির আগে থেকেই আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটির পোস্টার নিজেদের ফেইসবুক পেইজে পোস্ট করে আসছিল এসভিএফ। তখন থেকেই ধারণা করা হচ্ছির ‘হওয়া’র মত ‘সুড়ঙ্গ’ও হয়ত দেখানো হবে পশ্চিমবঙ্গের হলে হলে।
এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে।
এর আগে সোমবার সুড়ঙ্গ নির্মাতা রায়হান রাফী ফেইসবুকে লেখেন, দেশ কাঁপিয়ে এবার কলকাতার দেয়ালে দেয়ালে ‘সুড়ঙ্গ’।
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় রিলিজের চেয়েও বাংলা সিনেমা- পশ্চিমবঙ্গে রিলিজ দেয়াটা বেশি আনন্দের, বেশি গুরুত্বের, উল্লেখ করেন রাফী।
এর কারণ ব্যাখ্যা করে রাফী বলেন, “ওই বাজারটা পুরোটাই বাংলার বাজার। সেখানে আমাদের সিনেমার চাহিদা ব্যাপক। যেমনটা আমাদের ওটিটি, নাটকেরও বিশাল চাহিদা। দেখা যাক, সেই ‘সুড়ঙ্গে’ কতজনা ধরা দেন।”
নির্মাতা রাফীর মতে, ‘সুড়ঙ্গ’ প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন, সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। নিশোর প্রথম সিনেমায় তমা মির্জা ছাড়াও একটি আইটেম গানে নেচে ‘ঝড়’ তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।