ক্যারিয়ার শুরুর পর স্বামী শাকিব খানের বদলে শবনম বুবলী প্রথম অন্য কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধেন ‘ক্যাসিনো’ সিনেমায়। আর এই সিনেমায় বুবলীর নায়ক হয়েছেন নিরব হোসেন। সেই ‘ক্যাসিনো’র ‘টাইটেল সং’ এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমার শুটিং শুরু হয়ে বেশিরভাগ কাজই শেষ হয়েছিল কোভিড মহামারীর আগে। কিন্তু মহামারীর জন্য বহুদিন বাকি কাজ বন্ধ রেখেছিলেন সিনেমার নির্মাতা সৈকত নাসির। পরে সব গুছিয়ে কোরবানির ঈদে ‘ক্যাসিনো’র মুক্তির পরিকল্পনা রেখেছেন নাসির। ‘টাইটেল সং’টিতেও সিনেমার থ্রিলার গল্পের আভাস মিলেছে। সিনেমার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।
Published : 24 Jun 2023, 12:03 PM