মুক্তি প্রতিক্ষীত ‘প্রহেলিকা’ সিনেমার লুক, পোস্টার বা গানের যে ভিডিও আগে প্রকাশিত হয়েছে, তাতে মাহফুজ আহমেদ আর শবনম বুবলীর প্রেমের রসায়নই কেবল ফুটে উঠেছে। এবারে প্রকাশ হওয়া অফিসিয়াল ট্রেইলার হাজির হয়েছে সম্পূর্ণ ভিন্ন মেজাজে। মনাকে (মাহফুজ) নিয়ে ছড়া কেটে শুরু হওয়া ট্রেইলার খানিকটা যেতেই বুঝিয়ে দেয় প্রেমে আছে ঠিকই, তবে রহস্য-রোমাঞ্চ এবং সন্দেহ, বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই মাতাতে আসছে ‘প্রহেলিকা’। ট্রেইলারে মাহফুজ, বুবলী এবং নাসির উদ্দিন খান আলাদা আলাদা গুরুত্ব নিয়ে নিজেদের তুলে ধরেছেন। প্রায় একবছর ধরে সিনেমাটি বানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ‘প্রহেলিকা’ মুক্তি পাচ্ছে এই ঈদে।
Published : 27 Jun 2023, 11:40 AM