প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট শর্বরীকে পেয়ে খুশি এবং অভিনেত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে সম্মতি।
Published : 18 Apr 2025, 10:02 PM
তিনবার নায়িকা বদলের পর ‘ডন ৩’ সিনেমার জন্য অভিনেত্রী শর্বরী ওয়াগের নাম সামনে এসেছে।
এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হিসেবে রাণবীর সিংকে নির্মাতা ঠিক করতে পারলেও নায়িকা চরিত্র নিয়ে বিপদেই পড়েছেন পরিচালক ফারহান আখতার।
২০২৩ সাল থেকে নায়িকা নিয়ে জেরবার হচ্ছে এই সিনেমার নির্মাতা টিম। প্রথমে শোনা যায় ‘ডন ৩’ সিনেমা স্ক্রিপ্ট পড়ার পর গল্প পছন্দ করেছেন নায়িকা কিয়ারা আদভানির। দর্শকরাও ভাবলেন, শাহরুখ খান- প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রে বুঝি পাওয়া যাবে রাণবীর-কিয়ারাকে।
কিন্তু এরপর খবর আসে কিয়ারা রাজি নন। তখন শোনা যায় ‘আদিপুরুষ’ সিনেমার জানকি চরিত্রে কৃতি শ্যানন আগ্রহী জনপ্রিয় এই সিনেমাটি নিয়ে। কিন্তু সেই কৃতিও বাদ হয়ে যান। সংবাদমাধ্যমগুলো তখন বলেছিল, রাণবীরের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এর মধ্যে দীপিকা কন্যা সন্তানের মা হয়েছেন। ফের কিয়ারার নাম আসলেও, এই অভিনেত্রীও আছেন মাতৃত্বকালীন ছুটিতে।
এখন বলিউড হাঙ্গামা বলছেন, ‘ডন ৩’ সিনেমায় রাণবীরের নায়িকা হতে চলেছেন শর্বরী ওয়াগ।
প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট নাকি শর্বরীকে পেয়ে খুশি এবং অভিনেত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে সম্মতি।
তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতা ও অভিনেত্রীর পক্ষ থেকে।
শর্বরীর অভিনয় শুরু সিরিজ দিয়ে। প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজে শর্বরী প্রথম পর্দায় আসেন। এরপর বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ ভালো ব্যবসা করার পর শর্বরীর নামডাক ছড়ায়।
অভিনয় ছাড়াও সহকারী পরিচালক হিসেবে কয়েকটি সিনেমায় পেছনে কাজ করেছেন শর্বরী।
আমির খানের ছেলে জুনাইদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমা করে প্রশংসিত হয়েছেন শর্বরী। ইতিমধ্যে যশ রাজের স্পাই ইউনিভার্সের আলফা সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ‘আলফায়’ আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে দেখা যাবে শর্বরীকে।
পরিচালক ফারহান বলেছিলেন এই সিনেমায় এমন এক নায়িকা প্রয়োজন, যার অ্যাকশন দৃশ্যের প্রতি ঝোঁক রয়েছে এবং নানা ধরনের মারকাটারি, ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা আছে।
১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।
২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়। সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।
ফারহানের ভাষ্য, ‘ডন ৩’ এর হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে।
তিনি বলেন, “লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার ডন এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন।”
পুরনো খবর
'ডন ৩' কিয়ারা-কৃতির পর এবার দীপিকার নাম
'শাহরুখ না থাকলে বলিউড জ্বালিয়ে দেব'
ডন হবেন রণবীর, শুনে যে প্রতিক্রিয়া দীপিকার
ডন ৩: রণবীরকে টেক্কা দেবেন কিয়ারা?