শাহরুখ ভক্তরা ক্ষেপেছেন; তবে দীপিকা আছেন স্বামীর পাশেই।
Published : 10 Aug 2023, 11:33 PM
অমিতাভ বচ্চনের জুতায় পা গলিয়ে ডন হয়েছিলেন শাহরুখ খান; এবার তারও বদল হচ্ছে, আসছেন রণবীর সিং।
ফারহান আখতার ‘ডন ৩’ তে রণবীরকে নিচ্ছেন বলে খবর প্রকাশের পর ক্ষেপে উঠেছেন শাহরুখ ভক্তরা। কিন্তু তাতে কী? স্ত্রী দীপিকা পাড়ুকোন ভরসা হয়ে থাকছেন তার পাশে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ডন’র টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই তারকা অভিনেত্রী। ভিডিওর সঙ্গে একটি রঙিন ‘বুম’ স্টিকারও জুড়ে দিয়েছেন তিনি। ট্যাগে দেখা গেছে ফারহান আখতার ও রণবীর সিংয়ের নাম।
তার একদিন আগেই দিন রণবীর ও ফারহানকে ট্যাগ করে ‘ডন থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। তাতে স্পষ্টভাবেই জানানো হয়, ডনের নতুন যুগের সূচনা হতে চলেছে।
টিজারের শুরুতে একটি বহুতলের ফ্ল্যাটের একটি ঘরে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করতে দেখা গেছে রণবীরকে। অভিনেতাকে বলতে শোনা যায়, “যে সিংহ ঘুমাচ্ছে, সে কবে জাগবে জানতে চাইছে সবাই। তাহলে ওদের সবাইকে বলে দিন আমি জেগে উঠেছি, শিগগিরই আমার ক্ষমতা দেখাতে ফিরছি।”
শাহরুখ নয়, ‘ডন’ হচ্ছেন রণবীর সিং
একই দিন সিনেমায় রণবীর-কিয়ারার জুটি বাঁধার খবরটিও ভারতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে এক্সেল এন্টারটেনমেন্টের এক ঘনিষ্ঠ সূত্র।
সূত্রটির বরাতে পিংকভিলা জানিয়েছে, মঙ্গলবার এক্সেল এন্টারটেনমেন্টের দফতরে ‘ডন ৩’ নিয়ে আলোচনায় বসেন কিয়ারা। স্ক্রিপ্ট পড়ার পর অভিনেত্রী তা পছন্দও করেন।
এক যুগ বিরতির পর ‘ডন’কে নতুন আঙ্গিকে সাজাতে চাইছেন ফারহান। সেই ভাবনা থেকেই নতুন ছকে ফেলা হচ্ছে সিনেমার চরিত্রগুলোকে। তাই এবার ‘রোমা’ চরিত্রটিতে থাকছেন না প্রিয়াংকা চোপড়া। কিয়ারাকে হয়ত এখানে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে।
এদিকে পরপর দুটি টিজার দেখে শাহরুখ ভক্তদের অনেকেই ভিডিওর নিচে জানিয়ে দিয়েছেন, 'নো শাহরুখ, নো ডন'। টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #NoSrkNoDon। একজন আবার খানিকটা হুমকির সুরেই লেখেন, “শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব।”
১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম-জাভেদ জুটির হাত ধরে কাল্পনিক 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়।