“তরুণ অভিনেতাদের কেউ যদি চ্যালেঞ্জটি নিতে পারে, তবে ‘ডন ৩’ অবশ্যই নির্মিত হবে।”
Published : 17 May 2023, 11:49 PM
দুদিন আগেই খবর এসেছিল শাহরুখ খানকে নিয়ে আসছে ‘ডন-৩’। এখন জানা গেল, ডনের জুতায় আর পা গলাতে রাজি নন বলিউড বাদশা।
প্রায় এক যু্গ পর ডনের সিক্যুয়েল নিয়ে আসছেন ফারহান আক্তার। তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে গেলে গুঞ্জনও ছড়াতে থাকে।
তবে ‘ডন-৩’ এর প্রস্তাব শাহরুখ খান ফিরিয়ে দিয়েছে বলে বুধবার পিংকভিলা জানিয়েছে।
অমিতাভ বচ্চনের ডন সিনেমার ফারহানের রিমেকে ডন হিসেবে দর্শকদের মন কেড়েছিলেন শাহরুখ। ফ্রাঞ্চাইজির দুটি সিনেমায় তিনি ডন হয়েছিলেন।
ফারহান ও রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ থেকেই এখন নির্মিত হবে ‘ডন-৩’।
পিংকভিলার প্রতিবেদনে বলা হয়, শাহরুখের সঙ্গে একাধিকবার ‘ডন ৩’ নিয়ে আলোচনায় বসেন ফারহান ও রীতেশ। তবে শাহরুখ এই মুহূর্তে ডনের ভূমিকায় অভিনয় করতে একদমই আগ্রহী নন। এক্সেলের অংশীদারদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
শাহরুখের পরিবর্তে অন্য অভিনেতার খোঁজও এরই মধ্যে শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট।
সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, “এই মুহূর্তে এক নায়কের সাথে আলোচনা চলছে, যিনি গত এক দশকে এক্সেলের সাথে দুটি চলচ্চিত্র করেছেন। ডন নিয়ে আগ্রহও প্রকাশ করেছেন। যদিও পুরোপুরি নিশ্চয়তা এখনও দেননি তিনি। কেননা ‘ডন’ ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের বিকল্প হওয়া সহজ কিছু নয়। তবে তরুণ অভিনেতাদের কেউ যদি চ্যালেঞ্জটি নিতে পারে, তবে ‘ডন ৩’ অবশ্যই নির্মিত হবে।”
১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের সিনেমা ‘ডন’ এর স্বত্ব কিনে নিয়েছে এক্সেল। সেই সিনেমায় জিনাত আমান, প্রাণ, ইফতেখার, ওম শিবপুরি ও সত্যেন কাপ্পুও ছিলেন। সিনেমার চিত্রনাট্য লেখেন সেলিম খান ও জাভেদ আখতার।
জাভেদপুত্র ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ ড্ন হয়ে আসেন ২০০৬ সালে। সুপারহিট হওয়ার পর তার সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। শাহরুখের সঙ্গে ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।