Published : 18 Feb 2025, 03:39 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান ছুরিকাহত হওয়ার পর জীবনযাত্রায় অনেক বিষয়ে সাবধানী হয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা।
বিশেষ করে সাইফ ও কারিনা কাপুর তাদের দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের বিষয়ে বেশি মাত্রায় সতর্ক হয়েছেন। আলোকচিত্রীদের লেন্সের নিশানা থেকেও দুই ছেলেকে সম্পূর্ণ আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এর মধ্যে রাণধীর কাপুরের জন্মদিন সপরিবারে বাবার বাড়ি গিয়েছিলেন করিনা ও সাইফ। বাড়ির বাইরে ক্যামেরা হাতে অপেক্ষা করে থাকা আলোকচিত্রীদের দেখে কারিনা বলেন, “আমার ছবি তুলে আপনারা দয়া করে চলে যান। বাচ্চাদের ছবি তোলা যাবে না, আগেই বলে দিয়েছিলাম, একটিও ছবি তুলবেন না। আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি।”
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির তারকাভিনেতাদের বাড়ির সামনে আলোকচিত্রীদের জটলা পুরনো চর্চা। মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ-কারিনার ‘সৎগুরু শরণ’ অ্যাপার্টমেন্টের সামনে গভীর রাতেও আলোকচিত্রীদের দাঁড়িয়ে থাকার ছবি বা ভিডিও এর আগে সামনে এসেছে। সেটি নিয়ে সাইফ এর আগে কটাক্ষ করছেন।
একাবার রাত দুইটার সময়ে বাড়ির বাইরে থাকা আলোকচিত্রীদের বাসার শয়নকক্ষে চলে আসার আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এসেছিলেন সাইফ।
গত ১৬ জানুয়ারি গভীর রাতে গুরুতর হামলার শিকার হন সাইফ। শরীরে ছয়টি জায়গায় গভীর জখম নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হলে টানা পাঁচঘণ্টা ধরে সাইফের শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল।
অস্ত্রোপচার করে সাইফের শরীর থেকে ছুরির ভাঙা টুকরো বের করেছিলেন চিকিৎসকরা।
এই হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশের শরিফুল ইসলাম শেহজাদের দুই দফায় ১০ দিনের রিমান্ডও শেষ হয়েছে। মুম্বাই পুলিশের ভাষ্য, তথ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে যে শেহজাদই সাইফের হামলাকারী, তবে হামলার কারণ নিয়ে পুলিশ কোনো কথা বলেনি।
ওই হামলার পেছনে বড় কোনো উদ্দেশ্য নয়, স্রেফ চুরিকেই কারণ বলে মনে করছেন সাইফ।
হামলার বিভীষিকা কাটিয়ে উঠে তারা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন সাইফ।
সাইফের ওপর হামলা: প্রশ্ন অনেক, উত্তরও দিলেন নায়ক
সুস্থ হয়ে প্রথমবার প্রকাশ্যে সাইফ, যা বললেন
সাইফের নতুন ছবি সোশাল মিডিয়ায়, হামলার তদন্ত শেষের দিকে
সাইফকে ছুরিকাঘাত: ভুল করে আটক ব্যক্তির বিয়ে ভেঙেছে, গেছে চাকরিও
সাইফকে ছুরিকাঘাত, শেহজাদের আঙুলের ছাপ 'মিলছে না
প্রথমে চিনতেই পারিনি উনি সাইফ আলী: অটোরিকশা চালক
সিসিটিভির ব্যক্তি কী সাইফের হামলাকারী? পুলিশের অভিযান জোরদার
সাইফের হামলাকারীকে দেখা গেছে বান্দ্রা স্টেশনে
গভীর রাতে নিজের বাড়িতে ছুরিকাহত বলিউড তারকা সাইফ আলী খান
আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিউতে সাইফ
আর যদি ২ মিলিমিটার গভীরে ঢুকত ছুরি
গাড়ি না পেয়ে রক্তাক্ত সাইফকে অটোতে হাসপাতালে নেন ইব্রাহিম
আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিউতে সাইফ