মুম্বাই পুলিশের ধারণা বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে জেলার পালঘর, বাসাই বা নালাসোপারার দিকে পালিয়েছেন ওই হামলাকারী।
Published : 17 Jan 2025, 03:59 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খানের সন্দেহভাজন হামলাকারীকে মুম্বাইয়ের বান্দ্রার রেলস্টেশনের কাছে একবার দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভি লিখেছে, মুম্বাই পুলিশের ধারণা বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে জেলার পালঘর, বাসাই বা নালাসোপারার দিকে পালিয়েছেন ওই হামলাকারী। ওই সব জায়গায় অভিযান জোরদার করেছে পুলিশের টিম।
মুম্বাই পুলিশের ভাষ্য, বান্দ্রা স্টেশনসংলগ্ন ক্লোজডসার্কিট ক্যামেরায় ধরা পড়েছেন সাইফের অ্যাপার্টমেন্টের পেছনের সিড়ি দিয়ে নেমে যাওয়া ওই ব্যক্তি।
হামলাকারীকে খুঁজে বের করতে বৃহস্পতিবার থেকে উঠেপড়ে লেগেছে মুম্বাই পুলিশ। সময়ের সাথে সাথে অভিযানকারী টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত পতৌদি নবাবপুত্রের হামলাকারীকে ধরতে পুলিশের ৩৫টি টিম কাজ করছে।
এর মধ্যে মুম্বাই অপরাধ দমন বিভাগের ১৫টি টিম আছে আর মুম্বাই পুলিশ মাঠে নামিয়েছে তাদের ২০টি টিমকে। আর হামলার তদন্তের মূল দায়িত্ব পেয়েছেন পুলিশের ‘অ্যানকাউন্টার’ বিশেষজ্ঞ দয়া নায়েক।
তবে ক্লোজড সার্টিক ক্যামেরায় ধরা পড়া ব্যক্তির পরিচয় সামনে আনেনি পুলিশ কর্তৃপক্ষ।
বাড়ির তিন গৃহকর্মীকে থানায় নিয়ে জেরা করেছে পুলিশ এবং পরিচারিকা লিমাকে সন্দেহের আওতায় রেখেছে তদন্তকারী দল। লিমার ভাষ্য, 'চোর ' লিমার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক কোটি টাকা দাবি করে বলে ভাষ্য ওই পরিচারিকার।
লিমার চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়ে সাইফ সেখানে হাজির হলে তাকে দেখে ওই ‘চোর’ অভিনেতার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকে পড়ে। বাধা দিতে গেলে সাইফের সঙ্গে ‘চোরের’ ধস্তাধস্তি হয় এবং তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় সাইফকে হাসপাতালে নেওয়ার পর লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন ছয়টি গভীর ক্ষত রয়েছে সাইফের শরীরে, যার মধ্যে মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাতটি বিপজ্জনক।
বৃহস্পতিবার আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর সাইফ আলী খানকে ‘শঙ্কামুক্ত’ বলেছেন চিকিৎসকরা।
এছাড়া ফরেনসিক টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে বান্দ্রার বাড়ি থেকে।
সাইফের বান্দ্রার বাসা থেকে মুম্বাই পুলিশ একটা পুরোনো তলোয়ার উদ্ধার করেছে। তলোয়ারটি সাইফের পরিবারেরই পৈতৃক সংগ্রহের বলে ধরে নিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আপৎকালীন জানালা ব্যবহার করে ওই যুবক সাইফের বান্দ্রার বাড়িতে প্রবেশ করেছিলেন। আর নামার সময় অ্যাপার্টমেন্টের পেছনের সিড়ি ব্যবহার করেছিলেন ওই ব্যক্তি।
পুলিশের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বুধবার রাত ২টা ৩৩ মিনিটে সাইফের বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে দ্রুত এক যুবক নেমে যাচ্ছেন। তাকে সিসিটিভির দিকেও তাকাকে দেখা গেছে। সেই ব্যক্তি সাদা কলারের কালো টি শার্ট পরেছেন। গলার কাছে ঝুলছে গামছা, পরনে জিনস। কাঁধে একটি ব্যাগও রয়েছে।
তবে মুম্বাই পুলিশের ভাষ্য, ওই ব্যক্তিআ সাইফের বাসা থেকে পালানোর আগে নিজের পোশাক বদলে নিয়েছিলেন।
অভিনেত্রী স্ত্রী কারিনা কাপুর, দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানকে নিয়ে সাইফ বান্দ্রার ‘সৎগুরু শরণ’ নামের ১২ তলা অ্যাপার্টমেন্টের চারতলায় বিশাল একটি ফ্ল্যাটে থাকেন। ওই বাড়িতে তিনজন গৃহকর্মীও থাকেন।
বান্দ্রার বাসভবনেও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
সিসিটিভির ব্যক্তি কী সাইফের হামলাকারী? পুলিশের অভিযান জোরদার
গাড়ি না পেয়ে রক্তাক্ত সাইফকে অটোতে হাসপাতালে নেন ইব্রাহিম