মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
Published : 03 Feb 2025, 05:27 PM
রাজনৈতিক থ্রিলারভিত্তিক গল্পে ‘গোলাপ’ নামের যে সিনেমার নায়ক হয়েছেন অভিনেতা নিরব হোসেন, সেই সিনেমায় নায়িকা হয়েছেন শামসুন্নাহার স্মৃতি পরীমনি।
অনিক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন সামসুল হুদা।
নির্মাতা হুদা গ্লিটজকে বলেন, "গত বৃহস্পতিবার পরীমনি ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন। রূপা চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আশা করছি পরীমনি চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলবেন।"
চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক হুদা।
নিরবের সঙ্গে কয়েকটি ছবি ফেইসুবেক প্রকাশ করে পরীমনি লিখেছেন, “এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে।”
২০১২ সাল থেকে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন সামছুল হুদা। মিউজিক ভিডিও ও নাটক নির্মাণের পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন এই নির্মাতা।
প্রথম সিনেমা নিয়ে নির্মাতা বলেন, "সিনেমাটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি, একটু ভিন্ন ঘরানার চেষ্টা করছি। নাটক, মিউজিক ভিডিও নির্মাণের পর সিনেমা নিয়ে একটা অপেক্ষা ছিল। যেহেতু বড় একটা প্রজেক্ট আশা করছি ভালো কিছুই নির্মাণ হবে।"
সিনেমার গল্প নিয়ে নির্মাতার ভাষ্য, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট দেখা যাবে।
রূপা চরিত্রটি পরীমনির পছন্দ হয়েছে বলে জানিয়েছেন এই নায়িকা।
তিনি বলেন, “অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করার ইচ্ছে ছিল। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। যেগুলো দর্শকের ভালো লাগবে।"
এর আগে, প্রকাশ্যে এসেছে নিরবের ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা গেছে, মাথার ওপর দিয়ে একটি হাত শরীরে এক পাশে ঝুলিয়ে রেখেছেন নিরব এবং পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন তিনি।
শিগগিরই পরীমনির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করবেন বলে জানিয়েছেন নির্মাতা হুদা।
'গল্পওয়ালা’ প্রডাকশন হাউজ থেকে নির্মিত হবে ‘গোলাপ’। কাজ শেষ করে চলতি বছরেই সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হুদা।
আরও পড়ুন: