'গোলাপ' সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে।
Published : 25 Jan 2025, 12:13 AM
রাজনৈতিক থ্রিলারভিত্তিক গল্পে ‘গোলাপ’ নামের সিনেমায় নায়ক হয়েছেন অভিনেতা নিরব হোসেন।
অনিক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন সামসুল হুদা। ‘গল্পওয়ালা’ প্রডাকশন হাউজ থেকে নির্মিত হবে সিনেমাটি।
এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, 'গোলাপ' সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে।
এর মধ্যে প্রকাশ্যে এসেছে নিরবের ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা গেছে, মাথার ওপর দিয়ে একটি হাত শরীরে এক পাশে ঝুলিয়ে রেখেছেন নিরব এবং পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন তিনি।
চিত্রনাট্য নিয়ে নিরব বলেন, "থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট দেখা যাবে। আশা করি গল্পটি ভালো লাগবে সবার।"
নির্মাতা সামসুল হুদার প্রথম সিনেমা ‘গোলাপ’। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা।
কাজ শেষ করে চলতি বছরেই সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হুদা।