উইন্ডসার্ফের সঙ্গে এই চুক্তি সফল হলে এটি হবে ওপেনএআইয়ের সবচেয়ে বড় অধিগ্রহণ।
Published : 22 Apr 2025, 11:33 AM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোডিং স্টার্টআপ উইন্ডসার্ফ’কে তিনশ কোটি ডলারে কিনতে আলোচনা করছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, নিজেদের কোডিং সিস্টেমকে সহায়তার লক্ষ্যে এআইনির্ভর উইন্ডসার্ফ কিনতে প্রায় তিনশ কোটি ডলার মূল্য নিয়ে আলোচনা করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
বর্তমানে আরেকটি জনপ্রিয় এআই কোডিং টুল ‘কার্সর’-এর সঙ্গে প্রতিযোগিতা করছে আগে কোডিয়াম নামে পরিচিত ‘উইন্ডসার্ফ’ স্টার্টআপটি। পাশাপাশি মাইক্রোসফট, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো বিভিন্ন কোম্পানির নানা এআই কোডিং ফিচারের সঙ্গেও প্রতিযোগিতা করছে উইন্ডসার্ফ।
উইন্ডসার্ফ’কে ওপেনএআই কিনছে এমন খবর প্রথম প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, জেনারেটিভ এআই দৌড়ে এগিয়ে থাকার জন্য ছুটে চলেছে ওপেনএআই, যেখানে গুগল, অ্যানথ্রপিক ও ইলন মাস্কের এক্সএআই’সহ অনেক প্রতিযোগী কোম্পানি রয়েছে। এআই খাতে বিনিয়োগের পাশাপাশি নিয়মিতভাবে নতুন পণ্যও আনছে এসব কোম্পানি।
গত মাসের শেষ দিকে চার হাজার কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে ওপেনএআই, যা একটি বেসরকারি প্রযুক্তি কোম্পানির জন্য রেকর্ড, এখন কোম্পানটির মূল্য ৩০ হাজার কোটি ডলার।
বুধবার নিজেদের সর্বশেষ এআই মডেল ‘ও৩’ এবং ‘ও৪-মিনি’ উন্মোচন করেছে ওপেনএআই।
কোম্পানিটি বলেছে, তাদের এসব ফিচার “বিভিন্ন ছবি দেখে চিন্তা করতে” পারে। যার মানে ব্যবহারকারীর দেওয়া বিভিন্ন স্কেচ ও ডায়াগ্রাম বিশ্লেষণ করে এগুলো কী তা বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে এসব ফিচার।
উইন্ডসার্ফের সঙ্গে এই চুক্তি সফল হলে এটি হবে ওপেনএআইয়ের সবচেয়ে বড় অধিগ্রহণ।
গত জুনে অ্যানালিটিক্স ডেটাবেইজ সরবরাহকারী ‘রকসেট’ ও ভিডিও কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘মাল্টি’ কেনাসহ অতীতে বেশ কয়েকটি ছোট ক্রয় চুক্তি করেছে কোম্পানিটি।
২০২৩ সালে ‘গ্লোবাল ইলুমিনেশন’ কিনেছিল ওপেনএআই। স্টার্টআপটি কেনার সময় এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছিল, “সৃজনশীল টুল, অবকাঠামো ও ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতে এআইকে” কাজে লাগাচ্ছে তারা। তবে এই লেনদেনের কোনও শর্ত প্রকাশ করেনি তারা।