“দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 05 Feb 2025, 10:01 AM
গোপালগঞ্জের সদর উপজেলায় ট্রাক চাপায় এক শ্রমিকের প্রাণ গেছে।
উপজেলার কাজুলিয়া এলাকার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে মঙ্গলবার রাতে
এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।
তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
ওসি সাজেদুর রহমান বলেন, “কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন রাশেদ। পথে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাশেদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।”
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।