'লাস মুজেরেস ইয়া নো ল্লোরান' অ্যালবামের জন্য শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম শাখায় পুরস্কার পেয়েছেন শাকিরা
Published : 03 Feb 2025, 08:01 PM
সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন কলম্বিয়ার গায়িকা শাকিরা।
ভ্যারাইটি লিখেছে 'লাস মুজেরেস ইয়া নো ল্লোরান' অ্যালবামের জন্য শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম শাখায় পুরস্কার পেয়েছেন শাকিরা; আর এ নিয়ে চতুর্থবার গ্র্যামি জিতলেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৬৭ তম গ্র্যামির জমকালো আসরে অভিবাসীদের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন শাকিরা।
দিনটি ছিলা শাকিরার জন্মদিনও। শাকিবার হাতে পুরস্কার তুলে দেন হলিউডি অভিনেত্রী জেনিফার লোপেজ।
মঞ্চে পুরস্কার উঁচিয়ে ধরে জনপ্রিয় এই গায়িকা বলেন, "এই পুরস্কারটি আমি এই দেশে বসবাসকারী আমার অভিবাসী ভাই ও বোনদের উৎসর্গ করতে চাই। তোমারা জেনে রেখ, সবাই তোমাদের ভালোবাসে। তোমরাই এই সম্মানের যোগ্য এবং আমি সব সময় তোমাদের জন্য লড়ে যাবো।"
নারীদের উদ্দেশে শাকিরা বলেন, “যে নারীরা তাদের পরিবারের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।”
শাকিরা যখন পুরস্কার নিচ্ছিলেন, ওই সময় দর্শক সারিতে ছিলেন শাকিরার দুই সন্তান মিলান ও শাসা।
সন্তানদের উদ্দেশে শাকিরা বলেন, “আমি এই পুরস্কারটি আমার সন্তান মিলান এবং সাশার সাথে শেয়ার করতে চাই। আমি তোমাদের নিয়ে গর্বিত,আমাকে তোমরা যেভাবে সমর্থন করেছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।"
লস অ্যাঞ্জেলেসে দাবানলের ক্ষয়ক্ষতি নিয়েও কথা বলেন গায়িকা। পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার একদিন আগেও ট্রাম্প বলেছিলেন, অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন তিনি। ক্ষমতা নিয়ে অভিবাসী তাড়াতে মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যান বলেছেন “আমরা আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে কাজ করছি। এটা জাতির সবার জন্যই ভালো এবং আমরা এগিয়ে যাচ্ছি। কোনো ক্ষমা করা হবে না, আমরা এগিয়ে যাবো।”
জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন হোম্যান।
ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের ধড়পাকড়ের নির্দেশনার পর গেল সপ্তাহে ৯৫৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
এছাড়া দেশব্যাপী বিভিন্ন অভিযানের খবর এসেছে। অন্যদিকে মেক্সিকো সরকার ট্রাম্পের প্রথম মেয়াদের মত ‘মেক্সিকোতে থাকুন’ নীতিতে আসছে সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠান হাজার হাজার অভিবাসীকে গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
অভিবাসীদের জন্য 'অঝোরে' কাঁদলেন গোমেজ, ভিডিও দিয়ে ট্রাম্পের জবাব
অন্তিম যাত্রার এক মাস পর গ্র্যামি জয় জিমি কার্টারের
বিয়ন্সে নয়, গ্র্যামিতে বাজিমাত র্যাপার লামারের