Published : 29 Apr 2025, 12:54 AM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নকশাবহির্ভূত এবং বিভিন্ন ভবনের ছাদে গড়ে তোলা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।
সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএসসিসির রাজস্ব বিভাগ।
এতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভেতরে রাজউক অনুমোদিত নকশায় রেস্তোরাঁ না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে। এছাড়া ভবনের ছাদে অবৈধভাবে রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
ডিএসসিসি বলছে, বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ প্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে।
"এ অবস্থায় সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হল। বাতিলকৃত লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ ধরনের কতগুলো রেস্তোরাঁ আছে, সে তথ্য বিজ্ঞপ্তিতে ছিল না।
এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কাছে এ তথ্যটা অনেকেই জানতে চেয়েছেন। আমি সংশ্লিষ্ট বিভাগে চেয়েছি। কিন্তু সঠিক সংখ্যাটি বলতে পারেনি।"
এ বিষেয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ধরেননি।