Published : 29 Apr 2025, 12:31 AM
সাহসিকতা ও সেবার জন্য এবার পুলিশ সপ্তাহে পদক পেতে পাচ্ছেন বাহিনীর ৬২ জন কর্মকর্তা ও সদস্য।
এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ২৮ জন; আর রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৩৪ জন। তবে জুলাই-অগাস্ট আন্দোলনের সময় প্রাণ হারানো কোনো পুলিশ সদস্য এবার পদক পাচ্ছেন না।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়।
এবার বিপিএম পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশের সদ্য সাবেক আইজিপি ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সদ্য সাবেক ডিএমপি কমিশনার (বর্তমানে টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি) মাইনুল হাসানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিভিন্ন অভিযানের সময় মারা যাওয়া পুলিশ সদস্যদেরও এসব পদকের জন্য মনোনীত করা হয়। কিন্তু এবার জুলাই-অগাস্ট আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের কাউকে এ পদক পাচ্ছেন না।
এ নিয়ে বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তারা ‘মন খারাপ’ হওয়ার কথাও জানিয়েছেন। তারা বলছেন, এদের অনেকেই প্রাণ হারিয়েছেন পুলিশের সম্পদ ও স্থাপনা রক্ষা করতে গিয়ে। অনেকেই গুরুতর আহত হয়েছেন।
কারা এবার পদক পাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে সোমবার এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, “৬ অগাস্ট যারা রাজারবাগে অস্ত্রের মুখে ঢুকেছিলেন, তারা বেশির ভাগ পদকের জন্য মনোনীত হয়েছেন। তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট পুলিশ সদস্য, বলা যায় বিদ্রোহী, তারা সেখানে অবস্থান করছিলেন। তারা বাহিনীর বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রবল ক্রোধান্বিত ছিলেন। অনেকে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে তারা অফিসারদেরকে আর দেখতে চান না। এই অফিসারদের কারণে তাদের এত দুর্ভোগ, মৃত্যু।
“এরকম একটা অবস্থায় জীবন শঙ্কার মধ্যে ওই সময় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার আগে যিনি ছিলেন প্রাক্তন আইজিপি ময়নুল ইসলামসহ, তারা বিপুল সাহস নিয়ে সেখানে গিয়েছিলেন। তাই সাহসিকতার বেশির ভাগ পুরস্কার তারা পেয়েছেন।”
যেসব পুলিশ সদস্য পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষার জন্য হতাহত হয়েছেন, তাদের কাউকে পদক দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, “পুলিশ সদর দপ্তরে এটার জন্য একটা কমিটি আছে। সাহসিকতা ও সেবা পদক যারা পেয়েছেন, তারা প্রত্যেকে নিজেদের প্রশংসনীয় কাজের বিষয়ে লিখে পাঠান আমাদের কাছে। কারণ আমাদের পক্ষে প্রত্যেকটা কেইস সব সময় জেনে রাখা সম্ভব হয় না। সেগুলো থেকে একটা কমিটি বাছাই করে সিদ্ধান্ত নেয়। এক্সাক্টলি ওই সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে কিনা, তা আমাকে দেখতে হবে।”
এবার পদক পেতে যাওয়াদের সংখ্যা আগের বছরগুলোর চেয়ে অনেক কম। এর আগের বছরগুলোতে অন্তত দেড় শতাধিক করে পুলিশ সদস্য পদক পেয়েছিলেন।
এবার পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের সূচিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামের ভেতরে পদক প্রদান করবেন।
আগের বছরগুলোতে পুলিশ সপ্তাহের প্রথম দিন রাজারবাগ মাঠে অনুষ্ঠানে সরকারপ্রধান পদক প্রাপ্তদের পদক পরিয়ে দিতেন। এবার প্যারেডসহ সেরকম কোনো অনুষ্ঠান থাকছে না। এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
পুলিশ সপ্তাহ হলেও এবার তিন দিন অনুষ্ঠান থাকছে, যা ২ মে পুলিশ নারী কল্যাণ সমিতির কর্মসূচির মাধ্যমে শেষ হবে।