Published : 28 Apr 2025, 09:10 AM
কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল' সিনেমাটির মুক্তি বাতিল হয়েছে ভারতে।
এনডিটিভি লিখেছে, কদিন আগে প্রচার কাজের জন্য মুক্তি পাওয়া সিনেমার গানগুলোও ভারতের ইউটিউবে আর পাওয়া যাচ্ছে না।
‘আবির গুলাল' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৯ মে।
২২ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে জঙ্গিরা হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায়। পর্যটনে মেতে ওঠা এক উজ্জ্বল দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। নিহত হন ২৬ জন, আহত হন আরও অনেকে।
‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা।
এর মধ্যে পাকিস্তানের ফাওয়াদের ‘আবির গুলাল' বয়কটের আওয়াজ ওঠে সোশাল মিডিয়ায়। ইউটিউব থেকে উধাও হয়েছে সিনেমার 'খুদায়া ইশক' এবং 'আংরেজি রঙরাসিয়া' নামের দুইটি গানও। এই গান দুইটি প্রযোজনা সংস্থার চ্যানেলের পাশাপাশি সারেগামার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হয়েছিল। বর্তমানে সারেগামার চ্যানেলে গান দুইটির কোনটিই নেই।
সিনেমার আরেকটি গান 'তাইন তাইন' প্রকাশ হওয়ার কথা ছিল, তবে এখনো তা মুক্তি পায়নি।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বলিউডের পরিচালক আরতি এস বাগদি পরিচালিত 'আবির গুলাল' সিনেমা ঘিরে এর টিজার মুক্তির পর প্রথম বিতর্ক শুরু হয়। সেসময় রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতির কথা তুলে ধরে ভারতে সিনেমাটি মুক্তির বিরোধিতা করেছিলেন।
তখনই বলা হয়েছিল পাকিস্তানি অভিনেতা থাকায় সিনেমাটি ভারতে মুক্তি দেওয়া উচিত নয়।
পেহেলগামে হামলার পর অভিনেতা ফাওয়াদ ইনস্টাগ্রামে সমবেদনা প্রকাশ করে লিখেছেন, "পেহেলগামে হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ংকর ঘটনার ভুক্তভোগীদের জন্য আমাদের দোয়া ও সমবেদনা রইল। এই কঠিন সময়ে তাদের পরিবারের সদস্যদের জন্য আমরা শক্তি ও সুস্থতা কামনা করি।"
হিন্দি সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’ শেষ বার অভিনয় করেছিলেন ফাওয়াদ। ভারতে তার অনুরাগীর সংখ্যাও কম নয়।
এই সিনেমায় ফাওয়াদের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর।
কিন্তু ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে হিন্দি সিনেমায় নিষেধাজ্ঞা জারি হয় পাকিস্তানি শিল্পীদের উপর। এরপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ২০২৩ সালে।
সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন রিদ্ধি দোগরা, লিসা হেডন, ফারিদা জলাল, সোনি রাজদান, পরমিত সেথি এবং রাহুল ভোরা।