Published : 28 Apr 2025, 09:10 PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের থাকার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসব ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নাম প্রস্তাব না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত চিঠি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বাছাই বোর্ডে সদস্য মনোনয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োজিত ব্যক্তিদের নাম প্রস্তাব করছে। উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে নিয়োজিত থাকেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা সার্বক্ষণিক অবস্থান করবেন বলে নিয়োগপত্রে রয়েছে।
“তাই আইনগতভাবে অপর বিশ্ববিদ্যালয়ের এ কমিটিগুলোর সদস্য হিসেবে তাদের কাজ করার সুযোগ নেই বলে তাদের নাম প্রস্তাব করা সমীচীন নয়,” লেখা হয়েছে চিঠিতে।
বোর্ড বা কমিটিগুলোতে ইতোমধ্যে উপাচার্য, উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ সদস্য মনোনীত হলে তাদের স্থলে অন্য শিক্ষকের নাম প্রস্তাব করার নির্দেশ দেওয়া হয়েছে।