Published : 28 Apr 2025, 07:30 PM
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হত্যামামলা হওয়াকে ‘বিরক্তিকর’ মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন। এ ঘটনায় পুলিশ সঠিক তদন্ত করবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এশিয়াটিক ৩৬০ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা ইরেশ যাকেরকে রাজধানীর মিরপুরে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগের মামলায় আসামি করা হয়েছে।
শনিবার হওয়া ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৭ জনকে আসামি করা হয়।
তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ইরেশ যাকেরকে আসামি করা বিষয়ক প্রশ্নে উপদেষ্টা ফারুকী বলেন, “মামলা করেছে একজন ব্যক্তি। এটা রাষ্ট্রপক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ সঠিক তদন্ত করবে। যেটা সত্য সেটা গ্রহণ করবে। যেটা মিথ্যা সেটা বাতিল করে দেবে। মানুষ এখন মামলা করার স্বাধীনতাও পেয়েছে।”
কান চলচ্চিত্র উৎসবে সম্প্রতি মনোনয়ন পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এর কলাকুশলীদের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে সকালে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে আসেন ফারুকী।
এসময় ইরেশ যাকেরকে হত্যামামলায় আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখন সরকারে আছি। অ্যাক্টিভিস্ট থাকলে অনেক কথা বলতে পারতাম। ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিল, সেটা আমি জানি। ফলে এটা গভীরভাবে একটা বিরক্তিকর ব্যাপার।”
মামলা প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে মামলা করার স্বাধীনতা সবাই পেয়েছে। তবে কেউ কেউ এটির অপব্যবহারও করছে।”
আরও পড়ুন:
হত্যা মামলা: হাসিনার সঙ্গে অভিনেতা-সাংবাদিক-আইনজীবীসহ আসামি ৪০৭