এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতে নিয়েছেন লামার।
Published : 03 Feb 2025, 02:32 PM
সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য ১১ শাখায় মনোনয়ন পেয়েছিলেন বলে সবার আগ্রহ ছিলেন যুক্তরাষ্ট্রের গায়িকা বিয়ন্সের দিকে।
তবে এবার বিয়ন্সে পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং সেরা ‘কান্ট্রি অ্যালবামের’ মাত্র দুইটি পুরস্কার।
পুরস্কার প্রাপ্তিতে বিয়ন্সেকে ছাড়িয়ে শীর্ষস্থান নিয়েছেন গায়ক কেনড্রিক লামার।
যুক্তরাষ্ট্রের তরুণ এই র্যাপার ‘নট লাইক আস’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। একই গানের জন্য লামারের ঝুড়িতে গেছে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও।
সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতে নিয়েছেন লামার।
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জমকালো ওই আসর বসে। এবারের গ্র্যামি সঞ্চালনা করেছেন কমেডিয়ান ট্রেভর নোয়া।
‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘বেস্ট র্যাপ পারফরমেন্স’, ‘বেস্ট র্যাপ সং’, ‘বেস্ট মিউজিক ভিডিও’, এবং ‘সং অব দ্য ইয়ারের’ পুরস্কার হাতে নিয়ে লামার হাতে বলেন ‘দারুণ, ভালো লাগছে, আবার কেমন লাগছে বলতে পারছি না ঠিক করে’।
দুহাতে পাঁচটি গ্র্যামির ট্রফি আগলে ধরে তিনি বলেন, “এই পুরস্কার আমার আগুনে পোড়া শহরটির জন্য।”
গ্র্যামির গুরুত্বপূর্ণ তিন শাখার পুরস্কার ‘সং অব দ্য ইয়ার’, ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এর মধ্যে একটি কেবল বিয়ন্সের দখলে থাকল।
তবে দেড় দশক আগে যুক্তরাষ্ট্রের গায়িকা টেইলর সুইফট তার সহশিল্পী বিয়ন্সেকে পরাজিত করে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে নিয়েছিলেন গ্র্যামির আসরে, এবার ওই গায়িকা বিয়ন্সের হাতেই এই শাখার পুরস্কার তুলে দিলেন সুইফট।
পুরস্কার নিয়ে বিয়ন্সে বলেন, “বাহ! সত্যিই আশা করিনি আমি। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটানোর জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে বলতে যায়, শিল্পীরা যেন নিজেদের ভালোলাগার বিষয়টি নিয়ে বেশি বেশি করে কাজ করেন।”
তবে বিয়ন্সে রেকর্ড করেছেন ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ শাখায় পুরস্কার পেয়ে। আর এর মধ্য দিয়ে এই প্রথমবার কোনো কৃষাঙ্গ নারী সংগীতশিল্পী হিসেবে ‘বেস্ট কান্ট্রি অ্যালবামের’ পুরস্কার জিতলেন তিনি।
বিয়ন্সে ‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ পুরস্কার জিতেছেন। নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের গানে কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যা দারুণ সাড় ফেলে দর্শকশ্রোতাদের মধ্যে।
এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ শাখায় মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে।
আবার এ অ্যালবামের জন্য বিয়ন্সে গ্র্যামিতে পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। এর আগে সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের ঝুলিতে থাকলেও এই শাখার পুরস্কারটি গায়িকার অধরা ছিল।
এজন্যই এবারের গ্র্যামি বিয়ন্সের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে লিখেছে বিবিসি।
লস অ্যাঞ্জেলেসের স্মরণকালের ভয়াবহ দাবানলের প্রসঙ্গ ছিল গ্র্যামির আসরে।
সঞ্চালক ট্রেভর নোয়া জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সংগ্রহ করা তহবিল ধারণার চেয়ে দ্বিগুণ হয়েছে, ৫.৭ মিলিয়ন ডলার তহবিলে এসেছে গত এক মাসের কম সময়ে।
“মাত্র এক সপ্তাহ আগেও আমরা নিশ্চিত ছিলাম না এই আসর করা যাবে কী না। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই দমকল কর্মীদের, যারা জীবন বাজি রেখে কাজ করছেন। তাদের বীরত্মপূর্ণ চেষ্টার কারণে আগুন অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। ধ্বংসযজ্ঞের মধ্যেও শহরটি এখনো বেঁচে আছে।’
নোয়া মজা করে বলেন, “বিজয়ীরা যারা নির্ধারিত দেড় মিনিটের বেশি বক্তৃতা করবের, তাদের অতিরিক্ত এক সেকেন্ডের জন্য ১ হাজার ডলার তহবিলে দিতে হবে।”
নোয়া জানিয়েছেন দমকল কর্মীদের সম্মান জানাতে এই অনুষ্ঠা তাদেরনে আমন্ত্রণ জানানো হয়েছিল। যারা অনুষ্ঠান শুরুর আগে তারকাদের সঙ্গে লাল গালিচায় হেঁটে ছবি তুলেছেন।
গ্র্যামির আসর শুরু হয় শহরের স্থানীয় ব্যান্ড ‘ডজের’ ‘আ লাভ এল.এ’ শিরোনামের বিশেষ পরিবেশনা দিয়ে। এই ব্যান্ডের প্রত্যেক সদস্যের বাড়ি গ্রাস করেছে দাবানলের আগুন।
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পাওয়া ২৬ বছর বয়সী গায়িকা চ্যাপেল রোন এবার গ্র্যামিতে ৬ শাখায় মনোনয়ন পেয়ে আলোচনায় ছিলেন।
সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে সেরা নবীন শিল্পী শাখায় পুরস্কার পেয়েছেন রোন।
তিনি বলেন, “এই প্রথম গ্র্যামি পেলাম। এবার হয়ত সংগীতের গুরুত্বপূর্ণ মানুষদের সামনে দাঁড়াতে পারব।”
সাবরিনা কার্পেন্টারও একজন আলোচিত গায়িকা। এবারের গ্র্যামিতে ‘বেস্ট পপ সোলো পারফরম্যান্স' এবং ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার জিতেছেন সাবরিনা।
‘বেস্ট পপ ডুয়ো’ অথবা ‘গ্রুপ পারফরম্যান্সের’ পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।
গ্র্যামির অন্যতম চমক এবার কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড বিটলসের ফিরে আসা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহযোগিতায় ব্যান্ডের ‘নাউ অ্যান্ড দেন’ গানটি গত বছর মুক্তি পায়।
এ গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্যান্ডটি।
ব্রিটিশ পপ তারকা চার্লি এক্সসিএক্স তার ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে ‘বেস্ট ডান্স/ইলেকট্রিক অ্যালবাম’সহ তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য চুতর্থবারের মত গ্র্যামি জিতেছেন কলাম্বিয়ান গায়িকা শাকিরা। তার হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সংগীত শিল্পী জেনিফার লোপেজ।
শাকিরা তার পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন।
তিনি বলেন, "আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাঁদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি।"
অনুষ্ঠানে দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। এছাড়া আরও একটি বিশেষ পরিবেশনা ছিল গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে।
গায়িকা বিলি আইলিশও পারফর্ম করেছেন গ্রামির অনুষ্ঠানে।