Published : 02 Feb 2025, 09:50 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উদযাপন। তবে সব সমালে নির্ধারিত দিনেই বসছে এই আসর।
রোববার রাতে (বাংলাদেশের সোমবার সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় বসছে জমকালো ওই আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া।
এবারের গ্র্যামিতে জয়ের হাসি হাসছেন কে কে, তার একটি বিশ্লেষণ তুলে ধরেছে ভ্যারাইটি।
বিয়ন্সে, টেইলর সুইফট, চার্লি এক্সসিএক্সসহ আরো কয়েক তারকার নাম আছে পুরস্কার পাওয়ার দৌড়ে।
এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ড করেছিলেন যুক্তরাষ্ট্রের শিল্পী বিয়ন্সে; এবারে র্যাপার স্বামী জে-জেডকে টপকে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোননয় পেয়েও রেকর্ড করেছেন এই শিল্পী।
এই নিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মনোননয় সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ এ, যা আর কোনো শিল্পীর নেই। এই গায়িকার স্বামী জে-জেডের গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন ছিল ৮৮টি।
১১ শাখায় মনোনয়নে বিয়ন্সে নিজের নাম তুলেছেন ‘কাউবয় কার্টার’ শিরোনামের অ্যালবাম দিয়ে, যা মুক্তি পায় গত বছরের মার্চে। ওই গানের অ্যালবামে যুক্তরাষ্ট্রের লোকসংগীতের ভাব রেখেছেন বিয়ন্সে।
গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে মনোনয়ন পেয়েছেন অস্কার জয়ী শিল্পী বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। বিলি আইলিশ তার ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ অ্যালবামের জন্য পরিচিতি পেয়েছেন।
অতীতে এককভাবে কোনো শাখায় মনোনয়ন না পাওয়া চার্লি এক্সসিএক্সের ৭ বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। এই ব্রিটিশ গায়িকা গত বছর ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে সাড়া ফেলেছেন।
এছাড়া সংগীত তারকা টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান মনোনয়ন পেয়েছেন ছয়টি করে।
ফেলে আসা বছরে রেকর্ড চতুর্থবারের মত অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পান টেইলর সুইফট।
দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও বছরজুড়ে ছিলেন আলোচনায়।
গ্র্যামিতে মনোনয়ন তালিকায় অন্যতম চমক কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড বিটলসের ফিরে আসা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহযোগিতায় ব্যান্ডের ‘নাউ অ্যান্ড দেন’ গানটি গত বছর মুক্তি পায়।
বিটলসের এই গানটি মনোনয়ন পেয়েছে রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে।
দলের সদস্য পল ম্যাকার্টনি জানিয়েছিলেন এই গানটির জন্য তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বিটলসের আরেক সদস্য প্রয়াত জন লেননের কণ্ঠ আলাদা করেছেন।
একটি পুরানো ‘ডেমো’ বা প্রস্তুতিমূলক রেকর্ড থেকে জন লেননের কণ্ঠস্বর আলাদা করা হয়েছে, যাতে এই গানটি শেষ করা যায়। এটা সম্ভবত ১৯৭৮ সালে তৈরি করা লেননের একটি ‘কম্পোজিশন’।
আসরে গাইবেন যারা
গ্র্যামির আসরে কারা পারফর্ম করছেন সে বিষয়েও নজর থাকে আগ্রহীদের।
এবারের আসরে গাইছেন গায়িকা বিলি আইলিশ গাইবেন। পারফর্ম করবেন চার্লি এক্সসিএক্স। দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোনেরও পারফর্মেন্স আসে গ্র্যামির আসরে।
গেল বছরের আলোচিত গায়ক ২২ বছর বয়সী বেনসন বুনকেও পারফর্ম করতে দেখা যাবে। এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়া দিয়েছিল বলে লিখেছে বিবিসি।
আরও আছেন দুই তরুণ গায়িকা রে ও ডোচি।
শাকিরা, টেডি সুইমসের গানও থাকছে আসরে।
এছাড়া স্মরণকালের ভয়াবহ দাবানলের আগুনে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের বিশেষ পরিবেশনা থাকছে গ্র্যামির আসরে।