Published : 28 Apr 2025, 09:30 PM
আওয়ামী লীগের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় করা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি এবং তার স্ত্রী দুজনেই স্বাধীন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেন ভারতের প্রয়াত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেন তিশা।
গতবছর জুলাই-অগাস্টে ছাত্রজনতার আন্দোলনে শুরু থেকেই তার পক্ষে অবস্থান নেন নির্মাতা ফারুকী। সে সময় আন্দোলনের পক্ষে এবং আওয়ামী লীগ সরকারের সমালোচনায় ফেইসবুকে বেশ সরব ছিলেন তিনি। পরে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অংশ হন।
বঙ্গবন্ধুর বায়োপিকে স্ত্রী অভিনয় করেছেন, এখন কি মনে হয়, ওই সময় সিদ্ধান্তটা ভুল ছিল- সোমবার এমন প্রশ্ন রাখা হয় ফারুকীর কাছে।
জবাবে তিনি বলেন, “আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।”
সংস্কৃতি উপদেষ্টা পাল্টা প্রশ্ন রাখেন, “আপনি কি মনে করেন যে, আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব?”
“আমি এমনটা চিন্তা করি না,” বলেন তিনি।
ফারুকী বলেন, “সে (তিশা) তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। সে ওটার উত্তর দিতে পারবে কোন পরিস্থিতিতে কেন তাকে এই সিনেমা করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।”